সানির 'সোনালি জাদু', নেশায় বুঁদ হবেন আপনিও

Published : Apr 14, 2020, 02:39 PM ISTUpdated : Apr 14, 2020, 02:46 PM IST

বৈশাখের কড়া প্রখর রোদের ক্লান্তি দূর করতে নেটদুনিয়ায় ফের ভাইরাল হলেন সানি লিওন। একদিকে লকডাউন অন্যদিকে নববর্ষের আজ প্রথম দিন। দুইয়ে মিলে বিষয়টা যেন কেমন একটু ফ্যাকাসে হয়ে গেছে। আর এই লকডাউনের মধ্যে নয়া রূপে হাজির হয়েছেন সানি লিওন। তার রূপের জাঁদুতে ঘায়েল করেছেন আট থেকে অষ্টাদশীকে। সমুদ্র সৈকতের বোল্ডারে সোনালি মনোকিনিতেই তিনি রূপের জাঁদু ছড়িয়ে দিলেন। পুরোনো নস্টালজিয়ায় ডুব দিয়ে ফের যেন সরগরম করে তুললেন পেজ থ্রি-র পাতা। একঝলকে দেখে নিন সানির সোনালি জাঁদু।

PREV
110
সানির 'সোনালি জাদু', নেশায় বুঁদ হবেন আপনিও
লকডাউনের মাঝে  সোনালি জাঁদু নিয়ে হাজির সানি লিওন।
210
সোনালি মনোকিনির ছবি পোস্ট করে ফের পেজ-থ্রির শিরোনামে উঠে এলেন সানি।
310
সোনার মতোই চকচকে তার গোটা শরীর। প্রতিটি ছবিতেই যেন উপচে পড়ছে তার ভরা যৌবন।
410

সৈকতের বোল্ডার মধ্যে সোনালি মনোকিনিতে বোল্ড অবতারে পোজ দিয়েছেন বেবি ডল।
 
510
তার শরীরী জাঁদুর মায়াজালে সকল পুরুষের ঘুম উড়িয়েছেন সানি।
610
তার শরীরী বিহঙ্গে কাত আট থেকে অষ্টাদশী। 
710
মুহূর্তের মধ্যে ছবিতে লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বেড়ে গেছে। এবং শুধু তাই নয় হু হু করে ভাইরাল হয়েছে তার ছবিগুলি।
810
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম, টুইটার ঘাটলেই তার প্রমাণ মেলে।
910
 বি-টাউনে ইতিমধ্যেই নিজের একটি আলাদা জগত তৈরি করে ফেলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
1010

সানি লিওন সম্প্রতি কিছুদিন ধরেই পরিবার নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন।  মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের নিয়েই বেশিরভাগ ছবি  শেয়ার করেন। 
click me!

Recommended Stories