সানিকে ট্রোল করলেই বিপত্তি, সাফ জানালেন খোদ অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ার পাতায় গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন নেটিজেনরা। তারকাদের প্রতিটি পোস্টেই কোনও না কোনও মন্তব্য করে থাকেন ভক্তরা। কিন্তু তা যে তাঁদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই এক রিয়ালিটি শো-এর মধ্যে দিয়ে জানিয়েছিলেন তারকারা। তবুও কটু কথা বলা কোনও অংশেই কম হয় না। এবার নয়া পদক্ষেপ নিলেন সানি লিওন। 

Jayita Chandra | Published : Mar 22, 2020 8:08 AM IST
19
সানিকে ট্রোল করলেই বিপত্তি, সাফ জানালেন খোদ অভিনেত্রী
সানি লিওন প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে খোলা মেলা কথা বলতে পছন্দ করেন। একাধিকবার সাক্ষাৎকারে উঠে এসেছে সেই তথ্য।
29
নীল ছবির জগত থেকে বলিউডে পা রেখে তৈরি করেছেন তিনি নিজের নতুন পরিস্থিত। কীন্তু কোথাও গিয়ে যেন আজও অতীত তারিয়ে নিয়ে বেড়ায়।
39
সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ট্রোল, কটু কথায় ভরতে থাকে। প্রথম প্রথম তা অভিনেত্রীকে প্রভাবিত করলেও, আজ তা স্পর্শ করতে পারে না সানিকে।
49
ছবি পোস্ট থেকে শুরু করে কোনও স্টেটমেন্ট, মুহূর্তে বিভিন্ন মতামতে ভরতে থাকে ইনবক্স। এরই মধ্যে এমন কিছু থাকে যা যৌনতা, শরীর ও অশ্লীল প্রসঙ্গের হয়।
59
সানি ঠিক করেছে এবার সেই সব পোস্ট নাম নিয়ে সরাসরি নিজে পোস্ট করবেন সোশ্যাল। পাশাপাশি অভিনেত্রী সোশ্যালে খুব সচল।
69
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সানি লিওন। তিনি মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন পারিবারিক ছবি। ফোটোশ্যুট।
79
সেখান থেকেই খারাপ মন্তব্য মাঝে মধ্যেই সরিয়ে দিয়ে থাকেন সানি। সম্প্রতি এক সাক্ষাৎকার নিয়ে খোলামেলা আলোচনা করলেন সানি লিওন।
89
যদিও ট্রোলিং নিয়ে বেশ খুশি সানি লিওন। তিনি মনে করেন যে যাঁরা তাঁকে ট্রোল করেন তাঁরা অধিকাংশ সময়টাই কাটান তাঁর পেজে।
99
তবে এবার অযথা কটুকথা পোস্ট করার বিরুদ্ধে মুখ খুলে সকলের নজর কাড়লেন সানি।
Share this Photo Gallery
click me!

Latest Videos