'সলমনকে প্রতারণা', কনের সাজে ক্যাটরিনার ছবি সামনে আসতেই ঝড়

Published : Mar 21, 2020, 05:16 PM IST

সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা রয়েছে বি-টাউনে। প্রথম থেকেই ভক্তদের অনুমান ছিল এই জুটির রিল লাইফের রোম্যান্স বাস্তবে রূপান্তরিত হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ফিকে হয়ে যায়। তবে ক্যাটরিনার বউয়ের সাজের লুক প্রকাশ্যে আসতেই ঝড় উঠে নেট দুনিয়ায়। 

PREV
110
'সলমনকে প্রতারণা', কনের সাজে ক্যাটরিনার ছবি সামনে আসতেই ঝড়
বলিউডে পা রাখার পর থেকেই ভক্তদের মনে ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। একের পর এক ছবি বক্স অফিসে হিট।
210
তবে প্রথম থেকেই এই নায়িকার নাম জড়িয়েছে সলমন খানের সঙ্গে। তাঁরা একে অন্যের সঙ্গে বিয়ে করতে চলেছেন। বি-টাউনে এমনই জল্পনা ছিল তুঙ্গে।
310
আকারে ইঙ্গিতে প্রকাশ্যে একাধিকবার সলমন খান বুঝিয়ে দিয়েছেন যে তিনি ক্যাটরিনা কাইফকে বিশেষ চোখে দেখেন।
410
ফলে পর্দায় এই জুটিকে বেশ নজর কাড়ে। তাঁদের অভিনীত শেষ ছবি ভারত। সেই অভিনেত্রীর নামেই এবার প্রতারণার তোপ।
510
কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে কনের সাজে ক্যাটরিনা কাইফের লুক। সেই লুক সামনে আসতেই ঘচে বিপত্তি।
610
নেট দুনিয়ায় ঝড় ওঠে তবে কী সলমন খানকে প্রতারণা করলেন ক্যাটরিনা কাইফ। যদিও এই ছবি ছিল না তাঁর বিয়ের কোনও ছবি।
710
দক্ষিণ ভারতের এক সম্ভ্রান্ত গহনা দোকানের বিজ্ঞাপন ছিল এটা। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যায় কনের লুকে ক্যাটরিনাকে।
810
যদিও সলমন খানের সঙ্গে ক্যাটরিনার বর্তমানে কোনও সম্পর্কই নেই। বলিউডে পা রাখার পর থেকেই একাধিক নায়কের জীবনে ঝড় তুলেছেন তিনি।
910
সলমন খানের সঙ্গে পর্দায় রোম্যান্স দর্শকের মনে স্থান করে নিলেও বর্তমানে ক্যাটরিনার মনে জায়গা করে নিয়েছে অন্য কেউ।
1010
ভিকি কৌশলের সঙ্গে গোপনেই ডেটিং করছেন ক্যাটরিনা। প্রকাশ্যে একই সঙ্গে দেখা যায় তাঁদের। যদিও এই নিয়ে কোনও কথাই বলেননি তাঁরা।
click me!

Recommended Stories