৪৫ মিনিট ধরে কুপার হাসপাতালের মর্গে কী করছিলেন রিয়া, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ মাস কেটে গেলেও জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে। একের পর এক ভিডিও ফুটেজে ক্রমশ ঘনীভূক হচ্ছে নয়া রহস্য। সম্প্রতি সুশান্তের মৃত্যু তদন্তে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা মুহূর্তের মধ্যে ঘুড়িয়ে দিতে পারে তদন্তের মোড়। ভিডিও ফুটেজে  দেখা গেছে,  সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল, সেই কুপার হাসপাতালের মর্গ থেকে বেরিয় আসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কার অনুমতিতে তিনি এই মর্গে ঢুকেছিলেন ? তবে কি প্রমাণ লোপাটের জন্যই মর্গে ৪৫ মিনিট ছিলেন রিয়া,সে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

Riya Das | Published : Aug 21, 2020 12:19 PM IST / Updated: Aug 21 2020, 06:33 PM IST
19
৪৫ মিনিট ধরে কুপার হাসপাতালের মর্গে কী করছিলেন রিয়া, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও

সুশান্তের মৃত্য়ুর পিছনে রিয়া চক্রবর্তীর যে গভীর সংযোগ রয়েছে তা মনে করছেন একাংশ। অভিনেতার মৃত্যুতে রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মৃত্যুর তদন্তের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়ায়।

29

অভিনেতার মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন ফুটেজ ভাইরাল হচ্ছে। সুশান্তের মৃত্যু তদন্তে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা মুহূর্তের মধ্যে ঘুড়িয়ে দিতে পারে তদন্তের মোড়। 
 

39

ভিডিও ফুটেজে  দেখা গেছে,  সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল, সেই কুপার হাসপাতালের মর্গ থেকে বেরিয় আসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

49

ভিডিও ফুটেজে  দেখা গেছে,  সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল, সেই কুপার হাসপাতালের মর্গ থেকে বেরিয় আসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

59


৪৫ মিনিট ধরে কুপার হাসপাতালের মর্গের ভিতরে ছিলেন রিয়া। নিষিদ্ধ এলাকা রিয়া কার অনুমতিতে ঢুকে পড়েছেন এবং কীভাবেই বা সেখানে এতক্ষণ ছিলেন তা নিয়ে তদন্ত করা হবে জানা গেছে।

69

কুপার হাসপাতালে রিয়ার এই ভিডিও দেখার পরই বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও প্রশ্ন তুলেছেন,'সুশান্তের ময়নাতদন্ত চলার সময়ে কি রিয়া ভিতরেই ছিলেন।'

79

এমনকী কয়েকদিন আগে সুশান্তের বাড়ি থেকে একটি নয় দুটি মৃতদেহ নাকি বার করা হয়েছিল। সেটাও ভিডিও ফুটেজেই ধরা পড়েছে।

89


এমনকী একটির বদলে দুটো অ্যাম্বুলেস কেন নিয়ে আসা হয়েছিল এই নিয়েও প্রশ্ন উঠেছে। 

99

এছাড়াও সুশান্তের শেষকৃত্যের সময় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও মুম্বই পুলিশকে থাম্বস আপ দেখিয়েছেন সন্দীপ সিং। সুতরাং চিত্রনির্মাতা সন্দীপ সিং-এর উপর সন্দেহ ক্রমশ জোড়ালো হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos