ক্রমেই বাড়ছে ভয়, নেই ঘুম, বাঁচতে চান না, ডাক্তারকে ফোন করে নিজেই জানিয়েছিলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের মানসিক অবস্থা নিয়ে একাধিক তথ্য সামনে আসে। মৃত্যুর পর মুহূর্তেই জানানো হয়, অবসাদে ভুগছিলেন সুশান্ত, আর সেই কারণেই আত্মঘাতী হয়েছিলেন অভিনেতা। কিন্তু তা নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করতে শোনা যায়নি পরিবারের পক্ষ থেকে। এবার দুই চিকিৎসক মুম্বই পুলিশকে যা জানালেন, তাতে উঠে এলো আবারও অবসাদের মোড়...

Jayita Chandra | Published : Sep 4, 2020 2:45 AM IST

110
ক্রমেই বাড়ছে ভয়, নেই ঘুম, বাঁচতে চান না, ডাক্তারকে ফোন করে নিজেই জানিয়েছিলেন সুশান্ত

সম্প্রতি মুম্বইয়ের দুই চিকিৎসক সুশান্ত সিং রাজপুতের মানসিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। মুম্বই পুলিশকে জানান একাধিক তথ্য। 

210

২০১৯ থেকেই সুশান্ত সিং রাজপুত মানসিক অবসাদে ভুগছিলেন। নভেম্বর মাসে অভিনেতার থেকে পেয়েছিলেন ফোন। 

310

গত ২৭ নযভেম্বর সুশান্তের ফোন থেকে ফোন পেয়েছিলেন ডাক্তার, সময় বুকও করা ছিল। কিন্তু তা সেদিন বাতিল করা হয়। 

410

এর পরের দিনই আবারও আসে ফোন। কথা বলেছিলেন তাঁর ম্যানেজার শ্রুতি মোদী। তিনি জানান, সুশান্ত কথা বলতে চান। 
 

510

এরপরই ডাক্তারের সঙ্গে কথা হয় সুশান্তের। যেখানে সুশান্ত সাফ জানিয়েছিলেন তাঁর রাতে ঘুম আসে না ঠিক করে। কোনও কিছুই খেতে ইচ্ছে করে না তাঁর। 

610

তখন তিনি ছিলেন হাসপাতালে ভর্তি। সেখান থেকেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সুশান্তে। 

710

তাঁর কথায় শেষ ১০ দিন ধরেই তিনি এমন সমস্যাতে ভুগছিলেন। কিন্তু লক্ষণ দেখে ডাক্তার অন্য কিছুই অনুমান করেন। 

810

এই অবসাদ কয়েকদিনের নয়, দীর্ঘ দিনের। হয়তো উপসর্গ ছিল না। অনেক সময় নানা সমস্যা, শরীরের নানা হরমোন, ভিটামিনের ভারসাম্যের অভাবেও তা হয়ে থাকে। 

910

সুশান্ত জানিয়েছিলেন, তিনি খুব ভয় পান। ক্রমেই মাথা চারা দিয়ে উঠছে এই ভয়। যার ফলে তিনি ঘুমতে পারছেন না। 

1010

তিনি এও জানিয়েছিলেন, তাঁর বাঁচার ইচ্ছে চলে যাচ্ছে। তখনই ডাক্তার তাঁকে জিজ্ঞেস করেছিল, তাঁর আত্মহত্যার প্রবণতা রয়েছে কি না, সুশান্ত জানিয়েছিলেন না। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos