টানা তিন মাসের বেশি সময় ধরে চলতে থাকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত। প্রতিটা দিনই যেন ভাঁজ খুলে একের পর এক নয়া তথ্য সকলের সামনে উঠে আসার পালা। ক্রমেই বাড়তে থাকে জল্পনা। কীভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন সুশান্ত সিং রাজপুত! প্রশ্ন উত্তর মিলতে খুব বেশি দেরি নেই।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখন একাধিক খবর ভাইরাল। কখনও উঠে এসেছে তাঁর মৃতদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কখনও আবার সামনে এসেছে ভয়াবহ খুনের পরিকল্পনার আভাস।
28
কিন্তু বাস্তবে ১৪ জুন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারনা তৈরি হয়নি সাধারণের মধ্যে। একের পর এক নমুনা ক্ষতিয়ে দেখছে কেন্দ্রের তিন দল।
38
সিবিআই দীর্ঘ জেরার পর ফাইনাল ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট নিয়ে হাজির হয়েছে দিল্লির এইমসে।
48
সেখানেই সম্পূর্ণ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। রবিবারের মধ্যেই মিলবে ফাইলান রিপোর্ট।
58
এর আগেই সামনে এসেছিল ময়না তদন্ত ঘিরে একাধিক ধোঁয়াশা। সেখানে উল্লেখ ছিল না মৃত্যুর সময়। ছিল না গায়ের রঙের উল্লেখও।
68
তাই সব তথ্য ক্ষতিয়ে দেখে, ঘটনার পুনর্নির্মাণ করে, ফরেন্সিক রিপোর্ট নিয়ে এবার এইমসের দফতরে সিবিআই।
78
জমা দেওয়া হয়েছে সব রিপোর্ট। সুশান্তের ভিসেরা রিপোর্ট বানাতে সময় লাগবে বেশ কিছুটা। বেশকয়েকটি বৈঠকও করা হবে, তাই রবিবার পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয়েছে।
88
এই ভিসেরা রিপোর্টেই একাধিক তথ্য স্পষ্ট উঠে আসবে বলে অনুমান করা হচ্ছে। তিনি মাদক সেবন করতেন কি না তাও স্পষ্ট হবে এই রিপোর্টে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।