খুন নয়, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন, নয়া বিবৃতি দিয়ে কী জানাল AIIMS

Published : Oct 03, 2020, 04:13 PM IST

খুন নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আরও একবার মুখ খুলল এইমস। গত চারমাসে একাধিক তথ্য তোলপাড় করেছে গোটা নেট দুনিয়া। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল ৩০২ ধারার প্রয়োগ। এবার তা ভাইরাল হতেই এইমস প্রকাশ্যে জানালেন তাদের মতামত। 

PREV
18
খুন নয়, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন, নয়া বিবৃতি দিয়ে কী জানাল AIIMS

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনও রহস্য। একাধিক প্রশ্ন উঠে এসেছে সামনে। কখনও ভাইরাল হয়েছে তাঁর মৃতদেহের ছবি, কখনও ভাইরাল হয়েছে তাঁর ফোনের কল রেকর্ড। 

28

কিন্তু ১৪ তারিখ ফ্ল্যাটের বন্ধ ঘরে ঠিক কী ঘটেছিল তা এখনও রহস্য। সেই দিকে আলোকপাত করতেই সামনে এসেছিল সুশান্তের ভিসেরা রিপোর্ট। 

38

যা এইমস থেকে তৈরি করা হয়। কয়েকদিন আগেই সেই রিপোর্ট জমা পড়েছে সিবিআই দফতরে। 

48

কী লেখাছিল সেখানে! প্রকাশ্যে এসেছিল তারা খুনের তথ্য উড়িয়ে দিতে নারাজ। 

58

এই খবর সামনে আসতেই উঠে আসে কেন ময়না তদন্তে উল্লেখ নেই মৃত্যুর সময়, কেনই বা উল্লেখ নেই বডির রঙের।

68

এমনই একাধিক তথ্য যখন ভাইরাল, নেট পাড়া যখন তোলপাড় হচ্ছে ৩০২-এর দাবিতে, তখনই উঠে এল সুশান্তকে নিয়ে নতুন তথ্য। 

78

এইমস থেকে জানিয়ে দেওয়া হল, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। 

88

খুনের তথ্য উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলো এইমসের বিবৃতি। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানালেন সেই তথ্য। 

click me!

Recommended Stories