পুনিতের অভিযোগ আরও চাঞ্চল্য ফেলেছে যখন তিনি সুশান্তের মৃত্যুর সঙ্গে সলমন খান ও মহেশ ভাটের নাম জড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সুরজ মহেশ ভাট ও সলমনের সাহায্যে সন্দীপ-কে দিয়ে সুশান্তকে খুন করান। পুনিতের এই ফেসবুকে পোস্টে অনেকেই যুক্তি খুঁজে পেলেও এই প্রতিটি দাবি মিথ্যে বলে দাবি করেছেন পঞ্চোলি পরিবার। সুরজ অবশ্য জিয়া খানের মৃত্যুর পরও একই কথা দাবি করেছিলেন।