একের পর এক রহস্য যেন ক্রমেই জটিল হয়ে ধরা দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কেসে। মৃত্যুর তদন্ত থেকে শুরু করে রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্কের সমীকরণ, কাঠগোড়ায় এখন সবই। পাল্টা যুক্তি-তর্কের মোড়কে কুপোকাত বিটাউন। সম্প্রতি সুশান্তের কেসে মুখ খুলেছিলেন রিয়া, যার ওপর ভিত্তি করে পাল্টা জবাবও দেন পরিবারের জামাই বিশাল কৃতি। এবার আবারও পাল্টা বিস্ফোরক মন্তব্য করে বসলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।