সেলেবদের জীবনে একটা বড় অধ্যায় নিয়ে নিত্য চর্চার আসর বসিয়ে থাকেন ট্রোলাররা। নেটদুনিয়ার এই অংশের দাপটে অনেকেই নিজেকে গুঁটিয়ে নিয়ে থাকেন। এতেই এবার আপত্তি দেখালেন সুস্মিতা কন্যা।
ট্রোল অধিকাংশ তারকার জীবনেই খুব বড় প্রভাব ফেলে যায়। অনেকেই আছেন যারা ট্রোলের কারণেই অবসাদে ডুবে থাকেন।
29
একটা বিষয় নিয়ে চর্চা হওয়া এক জিনিস, আর সেই বিষয় নিয়ে যখন ট্রোল করা হয়, তখনই তা আত্মসন্মানে লাগে অনেকের।
39
পরিস্থিতি ঠিক যখন এমন তখনই এই ট্রোলারদের নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন কন্যা। সুস্মিতাও এই ট্রোলের হাত থেকে রেহাই পায়নি।
49
তবে কী উপদেশ দিল তাঁর কন্যা রেনে, ট্রোলকে ঠিক কী চোখে দেখা উচিৎ। সদস্য সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তারিত লিখলেন তিনি।
59
রেনের কথায় ওদের নিজের কাজ ওদের করতে দাও। শুধু তুমি নিজে ভালোবাসার জায়গায় ঠিক থেকো।
69
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, লোকে তো বলবেই, ওদেরকে তোমার ভুলগুলো বুঝতে দাও।
79
শুধু একটাই অনুরোধ করেন তিনি পরিশেষে,তা হল তুমি ঠিক যেমন ছিলে, তেমনটাই থেকো।
89
রেনে ছোট থেকেই স্পটলাইটে, স্টারকিড বলে কথা, যার ফলে তিনি নিজেও ট্রোলের আওতা থেকে বাদ পড়েননি।
99
তাই নিজের জীবন দিয়ে তিনি এই বিষয়টা উপলব্ধি করেছেন বলেই সাফ জবাব দিতে পিছু পা হননি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।