Published : Mar 06, 2021, 11:31 AM ISTUpdated : Mar 06, 2021, 11:32 AM IST
সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন । টেলি অভিনেত্রী চারু আসোপার সঙ্গে গাটছড়া বেঁধেছিল প্রাক্তন মিস ইউনিভার্সের ভাই। মাঝেমধ্যেই নিজের স্ত্রী চারুর সঙ্গে বিছানার অন্তরঙ্গতা প্রকাশ্যে আনতেন রাজীব। তারপরেই বিবাহবিচ্ছেদের কারণেই শিরোনামে ছিলেন এই যুগল। ফের অশান্তি মিটিয়ে একে অপরের কাছাকাছি এসেছেন রাজীব-চারু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্নান করতে গিয়ে সরাসরি বাথরুমের ছবি পোস্ট করেছেন চারু, ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
টেলি অভিনেত্রী চারু আসোপার সঙ্গে গাটছড়া বেঁধেছিল প্রাক্তন মিস ইউনিভার্সের ভাই। মাঝেমধ্যেই নিজের স্ত্রী চারুর সঙ্গে বিছানার অন্তরঙ্গতা প্রকাশ্যে আনতেন রাজীব।
27
বেডরুমে চারুর সঙ্গে উদ্দাম অন্তরঙ্গতায় মেতেছিলেন রাজীব। সেই ছবিই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
37
তারপরেই বিবাহবিচ্ছেদের কারণেই শিরোনামে এসেছিলেন এই যুগল। ফের অশান্তি মিটিয়ে একে অপরের কাছাকাছি এসেছেন রাজীব-চারু।