স্নান করতে গিয়ে বাথরুম থেকে অর্ধনগ্ন ছবি পোস্ট ,সুস্মিতার ভাইয়ের স্ত্রী চারুর উষ্ণতায় শোরগোল

সদ্যই সাতপাকে বাঁধা  পড়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন । টেলি অভিনেত্রী চারু আসোপার সঙ্গে গাটছড়া বেঁধেছিল প্রাক্তন মিস ইউনিভার্সের ভাই। মাঝেমধ্যেই নিজের স্ত্রী চারুর সঙ্গে বিছানার অন্তরঙ্গতা প্রকাশ্যে আনতেন রাজীব। তারপরেই বিবাহবিচ্ছেদের  কারণেই শিরোনামে ছিলেন এই যুগল। ফের অশান্তি মিটিয়ে একে অপরের কাছাকাছি এসেছেন রাজীব-চারু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্নান করতে গিয়ে সরাসরি বাথরুমের ছবি পোস্ট করেছেন চারু, ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Riya Das | Published : Mar 6, 2021 11:31 AM / Updated: Mar 06 2021, 11:32 AM IST
17
স্নান করতে গিয়ে বাথরুম থেকে অর্ধনগ্ন ছবি পোস্ট ,সুস্মিতার ভাইয়ের স্ত্রী চারুর উষ্ণতায় শোরগোল

টেলি অভিনেত্রী চারু আসোপার সঙ্গে গাটছড়া বেঁধেছিল প্রাক্তন মিস ইউনিভার্সের ভাই। মাঝেমধ্যেই নিজের স্ত্রী চারুর সঙ্গে বিছানার অন্তরঙ্গতা প্রকাশ্যে আনতেন রাজীব। 

27

বেডরুমে  চারুর সঙ্গে উদ্দাম অন্তরঙ্গতায় মেতেছিলেন রাজীব। সেই ছবিই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

37

 তারপরেই বিবাহবিচ্ছেদের  কারণেই শিরোনামে এসেছিলেন এই যুগল। ফের অশান্তি মিটিয়ে একে অপরের কাছাকাছি এসেছেন রাজীব-চারু।

47


মার্চের গরমের উত্তাপ বাড়তে না বাড়তেই শরীরী উষ্ণতায় খানিক পারদ চড়িয়েছেন চারু। 

57

 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্নান করতে গিয়ে সরাসরি বাথরুমের ছবি পোস্ট করেছেন চারু। মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

67

বাথটবের মধ্যে সাবানের ফেনা গায়ে মেখে ছবি পোস্ট করেছেন চারু। শরীরী উত্তেজনাপূর্ণ এই ছবি পোস্ট করেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
 

77


আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন চারু। সেখান থেকেই উদ্দাম অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেই ভাইরাল হয়েছেন চারু।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos