শয্যাসঙ্গিনীর সঙ্গে ফ্রেমবন্দি বিছানার ঘনিষ্ঠ মুহূর্ত , নেটিজেনদের ট্রোলের মুখে সুস্মিতার ভাই

গত বছরই সদ্যই সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন । টেলি অভিনেত্রী চারু আসোপার সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন প্রাক্তন মিউ ইউনিভার্সের ভাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন রাজীব। নিজের স্ত্রী চারুর সঙ্গে বিছানার অন্তরঙ্গতা প্রকাশ্যে আনা মাত্রই তা নেটিজেনদের নজর কেড়েছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই যৌনতা ভরা ছবিগুলি।  কমেন্টেও ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া। একঝলকে দেখে নিন রোম্যান্সে ভরপুর ছবিগুলি।

Riya Das | Published : Apr 2, 2020 7:52 AM IST / Updated: Apr 02 2020, 01:39 PM IST
110
শয্যাসঙ্গিনীর সঙ্গে ফ্রেমবন্দি বিছানার ঘনিষ্ঠ মুহূর্ত , নেটিজেনদের ট্রোলের মুখে সুস্মিতার ভাই
হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। বর্তমানে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হয়েছেন এই দম্পতি।
210
সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। দীর্ঘ ২১ দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন।
310
কোয়ারেন্টাইনে রোম্যান্সেই দিন কাটছে তাদের। যা তাদের ছবিতেই স্পষ্ট।
410
বেডরুমে চারুর সঙ্গে উদ্দাম অন্তরঙ্গতায় মেতেছেন রাজীব। আর সেই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
510
একে অপরের সঙ্গে স্বল্প পোশাকে ঘনিষ্ঠ চুম্বনেও মত্ত হয়েছেন এই যুগল।
610
শরীরী উত্তেজনাপূর্ণ এই ছবি পোস্ট করেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
710
নিজেদের ব্যক্তিগত মুহূর্ত সকলের সামনে প্রকাশ্যে আনার এটা জায়গা নয় বলেও অনেকে কমেন্টে জানিয়েছেন।
810
মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেছে সোশ্যাল মিডিয়া।
910
যদিও পরে এই কমেন্টগুলি ডিলিট করে দিয়েছেন তিনি নিজেই।
1010
তবে এই প্রথমবার নয়, এর আগেও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন রাজীব।
Share this Photo Gallery
click me!

Latest Videos