সুশান্তের 'হত্যায়' সিবিআই তদন্ত চাই, হোর্ডিংয়ে ভরে চলেছে দিল্লির রাস্তা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় বলিউড সহ গোটা দেশ। শোকাহত হয়েও দেশবাসী এখন উঠে পড়ে লেগেছে সুশান্তের মৃত্যুর বিচার নিয়ে। এখনও পর্যন্ত মুম্ভি পুলইশ প্রায় ৪০ জনকে জেরা করেছে। তবে এই নিয়ে চটেছে সুশান্ত-ভক্তরা। সুশান্তের মৃত্যু হয় ১৪ জুন। জেরার জন্য ডাকতে এত সময় কেন নিল মুম্বই পুলিশ। এছাড়া সলমন খানকে জেরায় না ডাকা নিয়েও ক্ষোভ উগরেছে দেশবাসী। এবার সেই ক্ষোভ এসে পড়ল দিল্লির রাস্তায়। সলমনের বিং হিউমানের শোরুমের সামনে কয়েক সপ্তাহ আগে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল তেমনই রূপ নিল দিল্লির এক রাস্তা। 

Adrika Das | Published : Jul 27, 2020 8:15 AM IST
18
সুশান্তের 'হত্যায়' সিবিআই তদন্ত চাই, হোর্ডিংয়ে ভরে চলেছে দিল্লির রাস্তা

করোনাকে তয়াক্কা না করেই দিল্লির রাস্তায় চলছে প্রতিবাদ। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর জেরে সিবিআই তদন্ত চাই-ই চাই। হোর্ডিং টাঙানো হয়ে গিয়েছে জায়গায় জায়গায়।

28

এতদিন এই সিবিআই তদন্তের প্রতিবাদ সীমিত ছিল নেটদুনিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ার খোলস ছেড়ে একেবারে রাস্তায় নেমে পড়ে সিবিআই তদন্তের হোর্ডিং টাঙাচ্ছে ভক্তরা। 

38

সিবিআই তদন্তের জন্য সুশান্তের এক ভক্ত নিজ উদ্যোগে দিল্লির রাস্তায় রাস্তায় সিবিআই তদন্তের হোর্ডিং টাঙিয়েছেন। সেই ভক্তের নাম রবি তিওয়ারি। 

48

টুইটারে হোর্ডিং টাঙানোর ছবি আপলোড করে তিনি লিখেছেন, "সুশান্ত সিং রাজপুতের জন্য জন আন্দোলনের জন্য আমি নিজের দায়িত্ব পালন করেছি।"

58

হোর্ডিংয়ে স্পষ্ট লেখা, "সুশান্তের হ্যার জন্য সিবিআই তদন্ত চাই।" গোটা দেশবাসী সুশান্তের আত্মহত্যার কোনও যুক্তি মানছে না। তাদের বিশ্বাস যে সুশান্তকে হত্যা করা হয়েছে। 
 

68

তবে সুশান্তের হত্যার প্রসঙ্গ তুলে এক এক নেটিজেনের এক এক রকমের অনুমান। একাংশের কথায়, মহেশ ভাট সুশান্তের মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। 

78

আবার কারও মতে, সলমন খান এর জন্য দায়ী। অন্যদিকে কিছু সংখ্যক নেটিজেনের মতে সুশান্তের প্রিয় বন্ধু সন্দীপ সিং এর পিছনে দায়ী। 

88

রিয়া চক্রবর্তী এবং সুরজ পাঞ্চোলির নামও উঠে এসেছে এই বিষয়। রিয়া এবং তাঁর ভাই সৌভিককেও দোষারোপ করে চলেছে সাইবারবাসী। যদিও মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী, সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos