মায়ের কোলে এলো দ্বিতীয় সন্তান, জনপ্রিয়তা সংকটে, নেটদুনিয়ায় ব্যাপক ট্রোল করিনাপুত্র তৈমুর

স্টারকিড মানেই সে জন্মলগ্ন থেকে লাইম লাইটে। তবে তৈমুর আলি খানের ক্ষেত্রে বিষয়টা ছিল বেশ কিছুটা আলাদা। জন্মের আগে থেকেই তৈমুরের জন্য সাজিয়ে রাখা হয়েছিল মঞ্চ। জন্ম লগ্নেই তৈরি হয়ে যায় ফ্যানপেজ। ময়দানে দাঁড়িয়ে একাই গোল দিচ্ছিল এই খুদে স্টার, কিন্তু এবার, মজার পোস্টে ভরে উঠল নেট দুনিয়া। 

Jayita Chandra | Published : Feb 21, 2021 12:01 PM
113
মায়ের কোলে এলো দ্বিতীয় সন্তান, জনপ্রিয়তা সংকটে, নেটদুনিয়ায় ব্যাপক ট্রোল করিনাপুত্র তৈমুর

রবিবার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর। এতেই নাকি বেজায় চটে গিয়েছে তৈমুর আলি খান। 

213

করিনার এই প্রথম সন্তানের এবার নাকি উপস্থিত কম্পিটিশন। সেই দুঃখেই নাকি মন খারাপ তৈমুরের। 

313

করিনার পুত্র সন্তান হওয়ার খবর পাওয়া মাত্রই মিমে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। 

413

কখনও সামনে উঠে এলো তৈমুরের কাঁদো কাঁদো রূপ, কখনও আবার সামনে উঠে এলো চিন্তায় মগ্ন তৈমুর। 

513

নেট দুনিয়া জুড়ে সকাল থেকেই তাই তৈমুর ঝড়। সিনেমার সংলাপ থেকে শুরু করে কোটেশন, তৈমুরের মনের কথা বুঝতে বাকি থাকল না নেট দুনিয়ার। 

613

বাড়িতে আসতে চলেছে ভাই, খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে তৈমুর ভাইরাল মিম।

713

আজ ঠিক সকাল দশটায় আমার জনপ্রিয়তা কমে গেল, মিমে ভাইরাল তৈমুর। 

813

জনপ্রিয়তা সংকটে, নতুন ভাইয়ের খবর পাওয়া মাত্রই নাকি এমনই অবস্থা তৈমুরের, ভাইরাল মিম। 

913

কেরিয়ার শেষ হয়ে গেল, চিন্তায় ভেঙে পড়ল তৈমুর, ভাইরাল মিম।

1013

এখন আমার মিডিয়ার অ্যাটেশনের কী হবে বাবা, খবর পাওয়ার পরই তৈমুরের প্রশ্ন, ভাইরাল মিম। 

1113

ঠিক আছে আমি এবার চল্লাম, অভিমানি তৈমুরের মনের কথা বুঝে মিম বানালো নেটিজেন। 

1213

তাহলে আমার কাজ শেষ, অবাক হয়ে প্রশ্ন তৈমুরের, ভাইরাল মিম। 

1313

যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos