স্টারকিড মানেই সে জন্মলগ্ন থেকে লাইম লাইটে। তবে তৈমুর আলি খানের ক্ষেত্রে বিষয়টা ছিল বেশ কিছুটা আলাদা। জন্মের আগে থেকেই তৈমুরের জন্য সাজিয়ে রাখা হয়েছিল মঞ্চ। জন্ম লগ্নেই তৈরি হয়ে যায় ফ্যানপেজ। ময়দানে দাঁড়িয়ে একাই গোল দিচ্ছিল এই খুদে স্টার, কিন্তু এবার, মজার পোস্টে ভরে উঠল নেট দুনিয়া।
কেরিয়ার শেষ হয়ে গেল, চিন্তায় ভেঙে পড়ল তৈমুর, ভাইরাল মিম।
1013
এখন আমার মিডিয়ার অ্যাটেশনের কী হবে বাবা, খবর পাওয়ার পরই তৈমুরের প্রশ্ন, ভাইরাল মিম।
1113
ঠিক আছে আমি এবার চল্লাম, অভিমানি তৈমুরের মনের কথা বুঝে মিম বানালো নেটিজেন।
1213
তাহলে আমার কাজ শেষ, অবাক হয়ে প্রশ্ন তৈমুরের, ভাইরাল মিম।
1313
যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।