কাজলের কথায় হাউ হাউ করে কেঁদে ফেললেন তনুজা, প্রকাশ্যে এ কী বললেন নায়িকা

শরীরে বাধর্ক্য আসলেও মন কিন্তু এখনও যুবতী। আর এটাই বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা তিনি এই বয়সেও বুঝিয়ে দিয়েছে। কাজল এবং তানিসা, দুই মেয়েই হল চোখের মণি। কিন্তু বড় মেয়ে কাজলের উপর বেশি ভরসা তনুজা। রিয়্যালিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তনুজা। এবং সেখানেই কাজলের পাঠানো ভিডিও বার্তা দেখে প্রকাশ্যেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তনুজা। কী এমন বললেন অভিনেত্রী, যে চোখের জল ধরে রাখতে পারলেন না তনুজা।
 

Riya Das | Published : Jul 8, 2021 8:22 AM IST
17
কাজলের কথায় হাউ হাউ করে কেঁদে ফেললেন তনুজা, প্রকাশ্যে এ কী বললেন নায়িকা

রিয়্যালিটি শো 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪'-এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তনুজা। এবং সেখানেই কাজলের পাঠানো ভিডিও বার্তা দেখে প্রকাশ্যেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তনুজা। 
 

27


কী এমন বললেন অভিনেত্রী, যে চোখের জল ধরে রাখতে পারলেন না তনুজা। বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন কাজল।

37

কাজল বলেছেন, 'মা আমাকে ছোট থেকে যেইভাবে বড় করে তুলেছেন, সেটাই তার জীবনের সবচেয়ে উপহার'। এই কথা শুনেই কেঁদে ফেলেন কাজলের মা তনুজা।

47


বিবাহবিচ্ছেদের পর একা হাতে দুই মেয়েকে বড় করে তুলেছেন কাজল। এবং প্রথম থেকেই মেয়েদের বুঝিয়েছিলেন স্বনির্ভর হতে হবে।

57

বাবার পুরো দায়িত্বটাই একা হাতে পালন করতেন কাজল। এবং মেয়েরা বড় হওয়ার পরেই সেই পরিশ্রমের মূল্য মেয়েরাই দেয় তনুজাকে।
 

67

কাজল আগেই জানিয়েছিলেন, 'তনুজা তার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে গেলেই তার স্পষ্ট ব্যাখা দিয়েছেন সবসময়'।

77

কাজল আরও বলেছেন, 'আমি আজ যে ভাল মানুষ হতে পেরেছি তার পুরো কৃতিত্বটাই আমার মায়ের। কারণ ছোটবেলায় আমার মা আমায় সঠিক শিক্ষা দিয়েছিলেন'।

Share this Photo Gallery
click me!

Latest Videos