Aishwarya Rai Bachchan- এর আগে এভাবে ঐশ্বর্যকে কাঁদতে কেউ দেখেনি, কোন পরিস্থিতিতে বেসামাল বচ্চনবধূ

ঐশ্বর্য রাই বচ্চন, এক কথায় বলতে গেলে কোথাও গিয়ে যেন স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলছেন বচ্চনবধূ। পর্দায় আর দেখা যায় না তাঁকে সেভাবে, হাজার হাজার দর্শকের কেবলই চলছে অপেক্ষার পালা। কবে ফিরবেন তিনি পর্দায় নেই কোনও উত্তর। বরং নানান গসিপ গল্পে এখন জড়িয়ে এই সেলেব। একবার সকলের সামনে কেঁদেই ফেলেছিলেন হাত জোড় করে। কী ঘটেছিল সেদিন!

Jayita Chandra | Published : Nov 17, 2021 4:55 AM IST
19
Aishwarya Rai Bachchan- এর আগে এভাবে ঐশ্বর্যকে কাঁদতে কেউ দেখেনি, কোন পরিস্থিতিতে বেসামাল বচ্চনবধূ

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই স্পটলাইন। বলিউড ডিভা যেখানেই থাকুন না কেন পাপারাৎজিদের দল মুহূর্তে পৌঁচ্ছে যান সেখানে। তবে সব সময় সময় ইভেন্ট কী মনের মত হয়! তারকারাও একাধিক সময় বেসামাল হয়ে পড়েন।

29

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই স্পটলাইট। বলিউডের স্টারেদের দেখা মাত্রই ফ্লেমবন্দি করে থাকেন পাপারাৎজিদের দল। তবে সামনে যদি থাকে ঐশ্বর্য তবে তো বলাই বাহুল্য। এমনই এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন পাপারাৎজিদের দল।

39

ইভেন্ট তারকাদের কাছে বিশেষ কিছু না, অহরহ তাঁরা উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এক বিশেষ ইভেন্টে ঐশ্বর্যকে দেখে ঘাবরে দিয়েছিলেন অনেকেই। সকলের সামনে ঐশ্বর্যের চোখে জল, অঝোরে কেঁদে ফেলেন বচ্চন বধূ, সেই বিশেষ অনুষ্ঠান ঠিল তাঁ বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী।

49

সেদিন তিনি তাঁর মা বৃন্দা রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাও উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেই বিশেষ দিনে ১০০ শিশুর অপারেশনের ভার গ্রহণ করেন বচ্চন বধু। যথারীতি খবর পেয়ে সেখানে হাজির হয়ে যা হাজার হাজার চিত্রসাংবাদিক।

59

তবে তাঁদের দেখা মাত্রই, ক্যামেরার সাটারের শব্দে সব শিশুরা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় ছোট্ট আরাধ্যাও। সকলকে সামালানোর চেষ্টা করেও যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না, তখন ঐশ্বর্য চিত্রসাংবাদিকের উদ্যেশে একটু থামার অনুরোধ জানাতে গিয়ে কেঁদে ফেলেন। 

69

জানিয়ে ছিলেন ঐশ্বর্য, এটা কোনও সাধারণ ইভেন্ট নয়, এর মর্মটা বঝুন। আর পাঁচটা ইভেন্টের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। সকলের সামনে সপাট জবাব দিতে পিছু পা হননি ঐশ্বর্য। 

79

मुंबई। ऐश्वर्या राय (Aishwarya Rai) और अभिषेक बच्चन (Abhishek Bachchan) 14 साल से खुशहाल शादीशुदा जिंदगी बिता रहे हैं। दोनों एक बेटी आराध्या के पेरेंट्स हैं। वैसे, ऐश्वर्या और अभिषेक बच्चन ने साथ में गई फिल्मों में काम किया है लेकिन 'गुरु' को छोड़ दें तो उनकी और कोई फिल्म खास कामयाबी हासिल नहीं कर पाई। यही वजह है कि कई बार अभिषेक बच्चन को उनकी एक्टिंग के लिए ट्रोल भी किया जाता है। कुछ महीनों पहले अभिषेक की फिल्म 'द बिग बुल' आई थी, इसके ट्रेलर लॉन्च पर एक शख्स ने अभिषेक बच्चन की पत्नी ऐश्वर्या राय को लेकर कुछ पर्सनल कमेंट्स किए थे, जिस पर अभिषेक ने उसे करारा जवाब दिया था। आखिर क्या था मामला..

89

বর্তমানে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক, এখন ঐশ্বর্যকে লাইম লাইটে পাওয়া মানেই ব়্যাম্প কিংবা স্পেশ্যাল কোনও অনুষ্ঠান। আর সেই দিক থেকে আজও ঐশ্বর্য সেরার সেরা। 

99

অনবদ্য লুকে তিনি আজও ভাইরাল। সিনেপর্দায় না থাকলেও তিনি বর্তমানে রূপের জাদুতে সকলের মন কেড়েছেন। তবুও ভক্তদের আশ, ঐশ্বর্যকে চাই পর্দায়। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos