ফ্ল্যাশের ঝলকানিতে গ্ল্যামার যেন ফেটে বেরোচ্ছে, হাত জোড় করে সকলের উদ্দেশ্য প্রণামও জানিয়েছেন নববধূ আলিয়া ভাট, অন্যদিকে ভক্তদের উদ্দেশ্যে ভালবাসার চুম্বন ছুড়ে দিয়েছেন রণবীর কাপুর। শেষে দিয়েছেন আরও বড় চমক। বউকে কোলে তুলে নিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কাপুর পরিবারের চকোলেট বয়।