বিয়ের পরই ঠোঁটঠাসা চুম্বন, আদরে-সোহাগে মত্ত রণবীর-আলিয়াকে দেখে চোখ ফেরানো দায়

Published : Apr 15, 2022, 08:31 AM ISTUpdated : Apr 15, 2022, 09:57 AM IST

প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। বিয়ের পর নজরকাড়া এন্ট্রি দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন একে অপরকে। আদর-সোহাগে মাখা সেই ছবি প্রকাশ্যে আনলেন স্বয়ং কাপুর পরিবারের বউমা। প্রতিটি ছবির পরতে পরতে রয়েছে ভালবাসা, একসঙ্গে পথচলার অঙ্গীকার, একঝলকে দেখে নিন রণবীর ও আলিয়ার বিয়ের সেরে মুহূর্তগুলি।  

PREV
112
বিয়ের পরই ঠোঁটঠাসা চুম্বন, আদরে-সোহাগে মত্ত রণবীর-আলিয়াকে দেখে চোখ ফেরানো দায়


অবশেষে চার হাত এক হল। রণবীরের বাস্তুর অ্যাপ্যার্টমেন্টেই দুই পরিবারের উপস্থিতিতে  বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি।

212


রাজকীয় বিয়ের রেশ তুঙ্গে।   বলিউডের নয়া তারকা দম্পত্তিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। অবশেষে জল্পনা শেষ করে এক অপরের জীবনসঙ্গী হলেন রালিয়া জুটি।

312

 বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় ছিল সংবাদমাধ্যম। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর ও আলিয়া ভাট। দুই পরিবারকে সাক্ষী রেখে আজই গাটছড়া বাঁধলেন বলিউডের হট কাপলস। সকাল থেকে বিয়ের নানা নিয়ম পালন করে চলেছেন রণবীর ও আলিয়া। হাতে গোনা কয়েকজন অতিথি নিয়েই একসঙ্গে পথচলা শুরু করলেন রালিয়া জুটি।
 

412


গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সাতপাকে বাঁধা পড়েছেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো ছিল রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি। 

512


বিয়ে সম্পন্ন হতেই বাইরে থাকা সাংবাদিকদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবার। বিয়ের পর নববধূকে একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।  জানা গিয়েছিল, সন্ধ্যা ৭ টায় সংবাদমাধ্যমের সামনে আসবেন বলিউডের নবদম্পতি। সেইমতো কথাও রাখলেন  আলিয়া ভাট ও রণবীর কাপুর।

612

বিয়ের পর প্রথমবার সামনে এসে সকলকে যেন চমকে দিয়েছেন। সাদা ও সোনালি কাজ করা শাড়িতে নববধূ আলিয়াকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  রণবীরের পরণে সাদা শেরওয়ানি-সাদা পাগড়ি। সদ্য বিয়ে করা স্ত্রীর কাঁধে হাত রেখে বাড়ির ছাদে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন রণবীর। 

712

ফ্ল্যাশের ঝলকানিতে গ্ল্যামার যেন ফেটে বেরোচ্ছে, হাত জোড় করে সকলের উদ্দেশ্য প্রণামও জানিয়েছেন নববধূ আলিয়া ভাট, অন্যদিকে ভক্তদের উদ্দেশ্যে ভালবাসার চুম্বন ছুড়ে দিয়েছেন রণবীর কাপুর। শেষে দিয়েছেন আরও বড় চমক। বউকে কোলে তুলে নিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কাপুর পরিবারের চকোলেট বয়।
 

812

বিয়ের পর নজরকাড়া এন্ট্রি দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন একে অপরকে। আদর-সোহাগে মাখা সেই ছবি প্রকাশ্যে আনলেন স্বয়ং কাপুর পরিবারের বউমা। ইতিমধ্যেই নিজের ইনস্টা প্রোফাইলেও ছবি বদল করে ফেলেছেন আলিয়া ভাট। যেখানে রণবীরের সঙ্গে ভালবাসা মাখানো ছবি জ্বলজ্বল করছে।

912


 প্রতিটি ছবির পরতে পরতে রয়েছে ভালবাসা, একসঙ্গে পথচলার অঙ্গীকার। আলিয়ার শেয়ার করা ছবিতেই ভালবাসা -প্রেম যেন মুগ্ধ করেছে নেটিজেনদের। মাথায় আদরের চুম্বনে স্ত্রীকে ভরিয়ে দিয়েছেন রণবীর কাপুর। প্রতিটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
 

1012

এবার বিয়ে সম্পন্ন হতেই প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন নববধূ আলিয়া ভাট এবং রণবীর কাপুর পরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাক। রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে বসেছিল বিয়ের আসর।  

1112

রাজকীয় এই বিয়েতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছে। এমনকী চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলেও জানা গেছে।কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। 

1212

বাড়ির বাইরে উপচে পড়ছে ভিড়। এর পাশাপাশি অতিথিদের আনাগোনা তো লেগেই রয়েছে। দুই পরিবারের  বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলেন বি-টাউনের হট কাপলস।  রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।

click me!

Recommended Stories