জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, 'হাগ ডে' -তে রইল বলিউডের সেরা কিছু ভালবাসার দৃশ্য

নতুন বছর শুরু হওয়া থেকে একের পর এক অনুষ্ঠান যেমন লেগেই রয়েছে। আর ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে এই দিন উৎযাপন। শহরে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব।  রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে,  টেডি ডে-র পর এবার পালা হাগ ডে (Hug Day) । এই বিশেষ দিবসে একে অপরকে জড়িয়ে থাকার অঙ্গীকার নেন প্রেমিক-প্রেমিকারা। রিয়েল লাইফের মতো রিল লাইফে একাধিক সিনেমা রয়েছে যেখানে বেশ কিছু আলিঙ্গন করার দৃশ্য রয়েছে যা কোনওদিনই ভোলার নয়। প্রতিটি সিনেমাতেই রোম্যান্টিক আলিঙ্গনের দৃশ্য (Bollywood Romantic Scene) আজও ভোলার নয়। ভালবাসার সপ্তাহে হাগ দিবসের দিন রইল বলিউডের অন্তরঙ্গ মুহূর্তের একগুচ্ছ ছবির ঝলক।

Riya Das | Published : Feb 12, 2022 9:16 AM IST / Updated: Feb 12 2022, 02:50 PM IST
17
জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, 'হাগ ডে' -তে রইল বলিউডের সেরা কিছু ভালবাসার দৃশ্য

বলিউড ছবিতে রোম্যান্টিক দৃশ্য অনেক রয়েছে। তবে বেশ কিছু ছবিতে আলিঙ্গনের দৃশ্য যা দাগ কেটেছে নেটিজেনদের মনে। একে অপরকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেওয়াই হল ভালবাসার গাঢ় বন্ধন। বেশ  কিছু বলি সিনেমার দৃশ্য যা দর্শকদের নাড়িয়ে দেয়। যেমন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির বনি ও নয়নার আলিঙ্গন দৃশ্য আজও সুপারহিট দর্শকমনে। ইতনি বড়ি স্পিচ দে দি, তালি তো বাদা দে, বানি যখন নয়নার চোখের দিকে তাকায় তখন বানিকে জড়িয়ে ধরে নয়নার কান্নার দৃশ্য আজও দর্শকমনে গাঁথা।
 

27

'চক দে ইন্ডিয়া' ছবিতে কোমল ও প্রীতির তিক্ত সম্পর্ক সিনেমার প্রথম থেকেই দেখা গেছে।  সিনেমার প্রথম দৃশ্য থেকে কোমল ও প্রীতির শত্রুতা, তাদের সমস্যা সমাধান করার জার্নি ছবিতে প্রকাশ পেয়েছে বারেবারে।  পরিচালক কবীর খান পরিচালত 'চক দে ইন্ডিয়া' ছবিতে হকি কোচের গল্প বলে শাহরুখ খানের এই ছবি।  ছবির প্রতিটা ডায়লগ ও ছবির গান আজও সিনেমাপ্রেমীদের মনে গাঁথা। তবে কোমলও প্রীতির আলিঙ্গন দৃশ্য আজও কেউ ভুলতে পারেননি।
 

37


'তারে জামিন পার' ছবিটি বলিউডের সুপারহিট ছবির মধ্যে অন্যতম। ছবির কেন্দ্রীয় চরিত্র ঈশানকে ঘিরে প্রতিটি মুহূর্তে আজও দর্শকদের ভোলার নয়। তারে জামিন পার ছবিতে যখন 
ঈশান তার শিক্ষর রাম নিকুম্ভকে জড়িয়ে ধরে, সেই আলিঙ্গনের দৃশ্য আজ সকলের মনে গাথা। এই প্রথম ঈশান বুঝতে পারে যে তার মতো অন্যরা আছে যে তাকে বুঝতে পারে। এই আলিঙ্গন থেকে চোখে জল এসেছে অনেকের।
 

47

বলিউড সিনেমা ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবি অনেক কিছু শিখিয়েছে । ছবিতে প্রথমবার যখন  ইমরান অর্জুনের কাছে ক্ষমা চাইলেন তা কখনওই মন থেকে চাননি তা পুরোপুরি  স্পষ্ট ছিল। তবে সে নিজে যখন সেই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তখন পুরো বিষয়টি অনুধাবন করেছিলেন। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে  যখন ইমরান ক্ষমা চাইলেন সেই দৃশ্য মন ছুঁয়ে গেছে ভক্তদের। ছবির জন্য জোয়া আখতারও প্রশংসা কুড়িয়েছেন।

57

 বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। ২০০৮ সালে ব্রেক আপ,  লিভ-ইন  থেকে শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা সহ্য করতে পারেননি দীপিকা। একাধির সিনেমায় তাদের রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের। যার মধ্যে 'তামাশা' ছবিতে  তারা ও বেদের রোম্যান্স অন্যতম। ব্যাকগ্রাউন্ডে বাজছে আগর তুম সাথ হো এবং একে অপরকে আলিঙ্গন করার সেই দৃশ্য আজও দর্শকমনে গাথা রয়েছে।
 

67

পরিচালক ওম প্রকাশ মেহরার ছবি  'রং দে বসান্তি' ছবির ভাবনা আজও সকলের মনে রয়েছে। বলি অভিনেতা আমির খান, মাধবন, সোহা আলি খান, শর্মান যোশি সহ একাধিক অভিনেতারা অভিনয় করেছেনন। ভগত সিং ও তার ভাবনাকে আজকের প্রেক্ষাপটে অন্যভাবে তুলে ধরেছিলেন ওম প্রকাশ মেহরা। ছবির শেষ দৃশ্যে সকলে মিলে একসঙ্গে আলিঙ্গনের দৃশ্য এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে এ আর রহমানের রুবারো। যা আজ ও দর্শকমনে গাঁথা। হাগ দিবসে স্পেশ্যাল হাগ দৃশ্য আরও একবার দেখে নিতে পারেন।
 

77


বলিউড ছবি 'ওয়েক আপ সিড'-এ আয়েশাকে জড়িয়ে ধরার দৃশ্যও দর্শকরা ভুলতে পারেনি। মাঝরাতে যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় সিড এবং আয়েশা বাড়িতে চলে যায়। তারপর আয়েশা দরজা খুলতেই  হতবাক হয়ে যায়। এবং তারপরই একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্য ভোলার নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos