কাজল-গৌতমের হানিমুনের খরচ প্রায় ৭ কোটি, এক রাতের জন্য শেষ হয়ে যেতে পারে আপনার বিপুল সঞ্চয়

কাজল অগরওয়াল এবং গৌতম কিচলুর হানিমুন এখন টক অফ দ্য টাউন। তাঁদের বিয়ে নিয়ে চর্চা ছিল চারিপাশে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার পর ফের রূপকথার মত বিয়ে নিয়ে হাজির হয়েছিলেন কাজল। তাঁদের বিয়ে ভাইরাল হওয়ার পর এবার নিউলি ওয়েড জুটির হানিমুনেই মজেছে অনুরাগীর দল। মালদ্বীপে গিয়েই রোম্যান্সের ভিন্ন সংজ্ঞা লিখে চলেছেন কাজল এবং গৌতম। চারিদিকে জল, মাঝে এই হট কাপল। 

Adrika Das | Published : Nov 17, 2020 6:46 AM IST / Updated: Nov 17 2020, 12:20 PM IST

18
কাজল-গৌতমের হানিমুনের খরচ প্রায় ৭ কোটি, এক রাতের জন্য শেষ হয়ে যেতে পারে আপনার বিপুল সঞ্চয়

তাঁদের দিকে নজর যাওয়াটাই স্বাভাবিক। তবে তাঁদের হটনেসের পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করেছে অন্য বিষয়। 

28

কাজল এবং গৌতমের হানিমুন স্টে নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। এই হোটেলটি হল বিশ্বের প্রথম আন্ডারওয়াটার হোটেল। 

38

কেবল আন্ডারওয়াটারই নয়, মাছ ঘোরাফেরা করে সেই জলের মধ্যে। তার নিচেই তৈরি প্রতিটি হোটেল ঘর। 

48

এই হোটেলে থাকতে গেলে খরচ কত। এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে।

58

এই হোটেলে থাকতে গেলে খরচ স্বাভাবিকভাবেই হবে মারাত্মক দামী। তবে কত খরচ হবে এক রাত থাকতে গেলে। 

68

সেই খরচ প্রায় চার লাখ। এক রাত থাকতে গেলে খরচ হবে ভারতীয় মুদ্রায় ৩,৭৩০, ৫৮৩ টাকা।

78

পাঁচ দিন, চার রাত থাকতে গেলে খরচ হবে প্রায় দু'কোটি টাকা। একমাত্র তারকা এবং ব্যবসায়ীদের পক্ষেই সম্ভব এখানে থাকা।

88

কনব়্যাড মলডিভস রাঙ্গালি হোটেলটি পৃথিবীর প্রথম আন্ডরওয়াটার হোটেল বলেই খরচ এতটা বেশি।    

Share this Photo Gallery
click me!
Recommended Photos