কাঁধ থেকে খুলে পড়ছে পোশাক, মেটালিক লুকে Hot Bomb রাশমি

Published : Nov 16, 2020, 11:35 PM ISTUpdated : Nov 17, 2020, 03:13 AM IST

রাশমি দেসাইয়ের জনপ্রিয়তা বিগ বসের আগে একরকম ছিল। তবে বিগ বসের পর তাঁর জনপ্রিয়তা যেন আকাশছোঁয়া। তাঁর এই জনপ্রিয়তার জেরে তিনি হয়ে উঠেছেন সেরার সেরা টেলিতারকা। ভোজপুরী অভিনেত্রী, হিন্দি ধারাবাহিকে অভিনয় করার পর এখন রাশমি কোনও বলিউড তারকার চেয়ে কোনও অংশে কম নন। ভক্তদের ধারণা বিগ বসের পর থেকেই রাশমি যেন অনেকটা বদলে গিয়েছে। 

PREV
19
কাঁধ থেকে খুলে পড়ছে পোশাক, মেটালিক লুকে Hot Bomb রাশমি

ব্যবহারের দিক থেকে নয়, বরং রূপের দিক থেকে অনেকটাই বদল ঘটেছে রাশমি দেসাইয়ের মধ্যে। 

29

গ্ল্যামার ক্রমশ বাড়ছে তাঁর। এমনকি ডিভার মত পোজ দেওয়া, সেই ধরণের ফোটোশ্যুট করা, এসব এখন বাঁ হাতের খেল তাঁর কাছে। 

39

সম্প্রতি তেমনই এক ফোটোশ্যুটে সকলের চোখ কপালে তুললেন রাশমি। যেখানে তাঁকে মেটালিক লুকে দেখা গিয়েছে। 

49

সিলভার রঙের একটি শর্ট ড্রেসে পোজ দিয়েছেন রাশমি। যেখানে তাঁর মেকআপও একেবারে টপ নচ। 

59

লাইট স্মোকি আইজ, ন্যুড লিপস, হালকা গয়নার সঙ্গেই বলিউডের ডিভাদের মাত দিলেন রাশমি। 

69

তবে সবচেয়ে বেশি চোখ পড়ছে তাঁর হটনেসে। মেটালিক ড্রেসটি রীতিমত লো নেক। যার জেরে রাশমির ক্লিভেজ খেলেছে অন্য খেলা।

79

কাঁধ থেকে খুলে পড়ছে স্ট্র্যাপ। সেখানেই হটনেসের জেরে নেটদুনিয়ায় প্রায় আগুন ধরাবার চেষ্টায় রাশমি।

89

সেই প্রচেষ্টা বিফলে যায়নি রাশমির। একের পর এক ভক্তদের মন্তব্যে ভরে চলেছে কমেন্ট সেকশন। 

99

রাশমির এমন রূপ আগে দেখেননি তারা। রাশমি যেনব দিনের পর দিন আরও সুন্দরী এবং সিজলিং হয়ে উঠছেন বলে ধারণা তাদের।  

click me!

Recommended Stories