Published : Nov 16, 2020, 11:35 PM ISTUpdated : Nov 17, 2020, 03:13 AM IST
রাশমি দেসাইয়ের জনপ্রিয়তা বিগ বসের আগে একরকম ছিল। তবে বিগ বসের পর তাঁর জনপ্রিয়তা যেন আকাশছোঁয়া। তাঁর এই জনপ্রিয়তার জেরে তিনি হয়ে উঠেছেন সেরার সেরা টেলিতারকা। ভোজপুরী অভিনেত্রী, হিন্দি ধারাবাহিকে অভিনয় করার পর এখন রাশমি কোনও বলিউড তারকার চেয়ে কোনও অংশে কম নন। ভক্তদের ধারণা বিগ বসের পর থেকেই রাশমি যেন অনেকটা বদলে গিয়েছে।