বলি নায়িকা রবিনা ট্যান্ডন পাগল মতো পছন্দ করতেন বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্তকে। ১৯৯৪ সালে জামিন সে ক্যায়া ডরনা, আতিশ, ভিজেতা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও রবিনা। একটি ইভেন্টে গিয়ে রবিনা জানান, ছোটবেলায় তিনি ঋষি কাপুরের ফ্যান ছিলেন। কিন্তু বড় হওয়ার পর সঞ্জয় দত্তই ছিলেন তার ক্রাশ। সাতটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও রবিনা।