শীঘ্রই শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস। সলমন খান টিজারেই জানিয়েছিলেন এবার নয়া সাজে আসছে বিগ বস।
যা দর্শকদের মনের কৌতুহলকে বাড়িয়ে তুলেছিল। কেমন হতে চলেছে এই ঘরের ছবি। কীভাবে তা সেজে উঠেছে!
তবে পর্বের জন্য আর অপেক্ষা করতে হল না দর্শকদের। তার আগেই নেট পাড়ায় ভাইরাল হয়ে উঠল সলমনের অন্দরমহল।
৩ অক্টোবর থেকে এই রিয়ালিটি শো সম্প্রচার করা হবে। করোনার কথা মাথায় রেখেই এবার খুব যত্নে সেট নির্মাণ করা হয়েছে।
আনা হয়েছে একাধিক পরিবর্তন। মুম্বই ফিল্ম সিটিতেই তৈরি করা হয়েছে বিগ বসের সেট।
অনবদ্য লুক ধরা পড়েছে ডাইনিং থেকে লবিতে। এবার বিগ বসে রাখা হয়নি কোনও বড় বেডও।
সকলের আলাদা আলাদা বিছানা ব্যবহারের কথা মাথায় রেখেই সাজিয়ে তোলা হচ্ছে বেড রুম।
চলতি মাসের শেষ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। তাই আর খুব বেশি অপেক্ষা নয়। ড্রইং রুমে সলমন আসছেন কয়েকদিনের মধ্যেই।
Jayita Chandra