110
ও লমহে ও বাতে গানটির হাত ধরেই বলিউডে পদার্পণ আতিফের। জেন ওয়াইয়ের কাছে আজও এই গান সমানভাবে প্রিয়।
Subscribe to get breaking news alertsSubscribe 210
অভিনেত্রী উর্বষী শর্মার সঙ্গে দূরি গানের ভিডিওতে গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন আতিফ।
310
জেন ওয়াইয়ের মধ্যে আতিফকে নিয়ে উন্মাদনা আজও এক বিন্দুও কমেনি। স্যাড সং কুছ ইস তারহাও আগের মতই শ্রোতাদের পছন্দের গানের মধ্যে একটি।
410
প্রিন্স ছবির তেরে লিয়ে গানটি এরই মধ্যে খানিক ভিন্ন। রকিং গানেও যে তিনি যে ভালই হাত পাকিয়েছেন তা এই গানের মাধ্যমেই প্রমাণ হয়েছিল।
510
তেরা হোনে লগা হু, রোমান্টিক গানের মধ্যে আজও সেরার তালিকায় রয়েছে।
610
রোমান্টিক গানের কথা হলে আতিফের পেহলি নজর ম্যয় গানের প্রসঙ্গ উঠবে না তা হয় না।
710
দেবের ককপিট ছবির মিঠে আলো গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। অবাঙালি শ্রোতারাও আতিফের এই গান শুনে মুগ্ধ হয়।
810
রামাইয়া ওয়াস্তাওয়াইয়া ছবিটি হিট না হলেও জিনে লগা হু গানটি সুপারহিট হয়।
910
বে ইন্তেহা গানটিতে সইফ আলি খান এবং দীপিকা পাডুকোনের মধ্যে রসায়ন আরও বাড়িয়ে তুলেছিল আতিফের সুর।
1010
তু জানে না গানটির কথা না বললে আতিফের প্রসঙ্গ তোলাই যেন বৃথা হয়ে যায়।