Published : Apr 26, 2020, 03:01 PM ISTUpdated : Apr 26, 2020, 03:20 PM IST
বছর ঘুরতেই ফের সেই বিশেষ দিন। রাত বারোটার পর থেকেই কাছের জনের শুভেচ্ছায় শুরু হয় জন্মদিন। একদিনের জন্য সকল দুঃখ, কষ্ট ভুলে আনন্দে ভরে ওঠে এই দিন। তবে এমনটা হয়তো ঘটল না মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে। গত বছর ডিসেম্বর মাসেই হারিয়েছেন মেয়ে পায়েলকে। বয়স হয়েছিল মাত্র ৪৫। এক ধরণের ডায়েবেটিক রোগী ছিলেন পায়েল। যার কারণে অত্যন্ত হাই মেডিকেশনে রাখতে হত তাঁকে। পাশাপাশি চলত মানসিক চিকিৎসাও। মেয়েকে হারানোর জন্য অভিনেত্রী আজও দায় করে যান তাঁর জামাই ডিকি সিনহাকে। তিনি বছর দুয়ের আগেই ডিকি এবং তাঁর পরিবারের প্রতি এই অভিযোগ এনেছিলেন মৌসুমী।
২০১০ সালে বিয়ে হয় ডিকি এবং পায়েলের। ডিকি পেশায় একজন ব্যবসায়ী।
210
অল্প বয়েস থেকে পায়েল জুভেনাইল ডায়েবেটিসে ভুগতেন। ২০১৮ সাল থেকে অসুস্থতা বাড়তে থাকে।
310
শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে সেই সময় কোমায় চলে যান পায়েল।
410
তবে এর পিছনে মৌসুমী দোষারোপ করেছিলেন ডিকি এবং তাঁর পরিবারকে।
510
অভিনেত্রীর কথায়, ডিকি ও তাঁর পরিবার পায়েলের দেখাশোনা করেনি, হাসপাতালে ভর্তি করানো হলেও সঠিক চিকিৎসার ব্যবস্থা করেনি।
610
মৌসুমী যখন ডিকিকে জানান, তিনি নিজের মেয়ের দায়িত্ব নিতে চান, তাতেও আপত্তি জানায় ডিকির পরিবার।
710
পায়েলকে কিছুতেই ছাড়তে রাজি হননি ডিকি। উল্টে পায়েলের সমস্ত মেডিকেশন বন্ধ করে দেন তাঁর স্বামী।
810
জানা গিয়েছিল, মানসিক অবসাদেও ভুগতেন পায়েল। যার জন্য চলত মানসিক চিকিৎসাও। সেটাও নাকি বন্ধ করে দেয় ডিকি।
910
মৌসুমী, ডিকির বিরুদ্ধে মামলাও করেন। পাল্টা মানহানির মামলা করে বসেন ডিকি।
1010
অভিনেত্রীর অভিযোগ, এই কারণের জন্যই নাকি পায়েলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।