Published : Apr 26, 2020, 12:18 PM ISTUpdated : Apr 26, 2020, 12:21 PM IST
বলিউড এক মায়াবী জগত। যেখানে পা রাখার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় হাতে গোনা কয়েকজনের। যদিও বা বলিউডে ঠাঁই মেলে, পরবর্তীতে ততটাই কঠিন হয়ে দাঁড়ায়ে নিজের সেই জায়গা ধরে রাখতে। আর সেই ছবি মৌসুমী চট্টোপাধ্যায়ের চোখে তুলে ধরেছিলেন বিনোদ মেহেরা।