উন্মুক্ত বক্ষের ভাঁজে কিংবা নিতম্বের উষ্ণ আবেদন -সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন এষা গুপ্তা। ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে উষ্ণতার পারদ সর্বদাই বাড়াচ্ছেন এষা গুপ্তা। তাকে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের। বরাবরই বোল্ড লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী এষা গুপ্তা। মিস ইন্ডিয়া খেতাব জয়ের পরই ইমরান হাশমীর সঙ্গে 'জন্নত ২'-তে ডেবিউ করেই সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। অন্তরঙ্গ লিপ-লক থেকে নগ্ন দৃশ্যে সাবলীল ভাবেই ক্যামেরায় পোজ দিয়েছিলেন অভিনেত্রী।