বলিউড, হলিউড, বা টলিউড সকল বিনোদন জগতেই একটি চরিত্রের জন্য পরিচালক এবং চিত্রনাট্যকারের বিশেষ পছন্দ থাকে। সেই মতই পরিচালক প্রযোজকরা সেই তারকার কাছে প্রস্তাব নিয়ে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই যা দেখা যায়, তারকা এবং পরিচালক-প্রযোজকের মধ্যে কোনও মতের অমিল হলেই সেই চরিত্র নিয়ে দ্বিতীয় কোনও তারকার কাছে চলে যান তাঁরা। এই করেই একহাত থেকে চার-পাঁচহাত হতে থাকে একটি চরিত্রের। যেমন থ্রি ইডিয়টসে আমির খানের চরিত্রে রাজকুমার হিরানির প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। অন্যদিকে কুছ কুছ হোতা হ্যয়র রানি মুখোপাধ্যায়ের চরিত্রে করণ প্রথমে প্রস্তাব দিয়েছিলেন ট্যুইঙ্কেল খান্নাকে। আজও এমন ঘটতেই থাকে। তবে মেজর থ্রোব্যাক হিসেবে আজও উঠে আসে ডন ছবির নাম।