লাভ জিহাদ। ধর্মের কি ক্ষমতা দেখেছেন। কেবল ধর্ম কেন, রাজনৈতিক দল, ইন্টারনেটের ক্ষমতাও নেহাতই কম নয়। ধর্ষণ, মহিলাদের প্রতি অত্যাচার, দেশে দারিদ্রতা, কোরাপশন বন্ধ করার বিন্দুমাত্র প্রচেষ্টা না করলেও একটি বিজ্ঞাপন বন্ধ করার যথেষ্ট ক্ষমতা রাখে। এবং সাহসও। দুই ধর্মের বন্ধুত্ব করাতে গিয়ে একটি বিজ্ঞাপনকে যে এমন নাকানি চোকানি খেতে হবে অবশ্যই মালিক তা বোঝেনি। ধর্ম নিয়ে চরম নোংরামি যেন ক্রমশ বেড়েই চলেছে। তবে বিনোদন জগৎ এর উর্ধ্বে। যতই এই জগৎকে মানুষ বলুক 'সিরিয়াসলি' নেওয়া যায় না। তবে এবার সিরিয়াসলি নেওয়ার সময় এসেছে। সবটা ভনিতা নয় তাঁদের। লাভ-জিহাদের উর্ধ্বে তাঁরা। ভালবাসাকেই গুরুত্ব দিয়ে মিশে গিয়েছে দু'টি ধর্ম। রক্ত, অনুভূতি, প্রেমের কোনও ধর্ম হয় না। প্রমাণ করেছে এই তারকারা।