সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হতেই চমকে উঠল নেটমহল, এটা কোন সেলেবের ছবি

Published : Jul 19, 2021, 11:06 AM ISTUpdated : Jul 19, 2021, 05:42 PM IST

সেলেব মানেই যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে এমনটা নয়। তবে এমন অনেক সেলেবই রয়েছেন, যাঁরা নিত্য যোগাযোগ রেখে চলেন ভক্তদের সঙ্গে। মাঝে মধ্যেই নানা ছবি শেয়ার করে থাকেন, তবে এবার এক সুপারস্টারের শেয়ার করা ছবিতে রীতিমত চমকে উঠল ভক্তমহল। কে এটা! 

PREV
17
সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হতেই চমকে উঠল নেটমহল, এটা কোন সেলেবের ছবি

অমিতাভ বচ্চন, নিত্য তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় নানা রকমের পোস্ট শেয়ার করে থাকেন। 

27

তবে একি, তিনি এবার শেয়ার করে ফেললেন এ কার ছবি, তা দেখা মাত্রই মুহূর্তে ছড়িয়ে পড়ল। 

37

সোনু সুদের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা মাত্রই চমকে উঠল। কিন্তু না, এখানেই রয়েছে এক চমক। 

47

এই ছবি সোনু সুদের নয়। খোদ অমিতাভ বচ্চনের। কি বিশ্বাস করতে অবাক লাগছে তো! 

57

এটাই বাস্তব। অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতায় অ্যাক্টিভ। তাই নিজেরই এক পুরোনো ছবি তিনি এবার উপহার দেন দর্শকদের। 

67

তবে ভক্তদের প্রথমটায় বিশ্বাস হতে বেশ সমস্যা দেখা দেয়। অনেকেই দাবি করেন এটা সোনু সুদের ছবি। 

77

তবে এই ছবি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। বেজায় মজেছে ভক্তমহল এই ছবিতে। 

click me!

Recommended Stories