চোখের তলায় কালি, মুখে দাড়ি, শাহরুখ থেকে আমির, মেকআপের নিচেই লুকিয়ে রাখেন এই বয়ষ্ক লুক

খান হোক বা বচ্চন, কুমার, পর্দায় স্টানিং ও ফিট লুকেই ঝড় তোলেন ভক্তদের সামনে। কিন্তু পর্দার বাইরে, বা বাড়ির চার দেওয়ালের মধ্যে তাঁদের ঠিক কেমন দেখতে! অনেকের কাছেই হয়তো সেই উত্তর নেই। 

Jayita Chandra | Published : Jan 31, 2021 4:37 PM IST
18
চোখের তলায় কালি, মুখে দাড়ি, শাহরুখ থেকে আমির, মেকআপের নিচেই লুকিয়ে রাখেন এই বয়ষ্ক লুক

হৃত্বিক রোশন মানেই পর্দায় হট আর হ্যাপেনিং লুক। যাঁর উপস্থিতিতেই বাজিমাত হক্স অফিসে, কিন্তু গ্রীকগডের এই লুক দেখেছেন কি!

28

অক্ষয় কুমার ৫০শের কোটাতেও কীভাবে ব্যাটিং করতে হয় তার এক সেরা উদাহরণ। তবে চোখে মুখে পড়েছে বয়সের ছাপ। 

38

রজনীকান্ত বরাবরই তাঁর হ্যান্সসম লুকের জন্য সকলের নজর কেড়ে থাকেন। তবে বর্তমানে তাঁর সেই লুক এক কথায় ভ্যানিস।

48

সলমন খান, গোটা নেটমহল এখনও যার জন্য পাত্রী খুঁজতে ব্যস্ত, সেই অভিনেতারই চোখে মুখে পড়েছে বয়সের ছাপ। 

58

শাহরুখ খান, রোম্যান্সের কিং খান। কিন্তু সেই রোম্যান্সে এবার পড়ছে ভাটা। কোথাও যেন হারিয়ে যাচ্ছে তাঁর চেনা লুক। 

68

মাধবন, একের পর এক ছবিতে নিজের অভিনয়গুণে মেয়েদের মনের কোনে জায়গা করে নিয়েছিলেন তিনি। 

 

78


আমির খান, বলিউডের বর্তমান হিরোদের বলে বলে ছয় মারাটা তাঁর কাছে কোনও ব্যাপারই না। কিন্তু বয়স ক্রমেই ছাপ ফেলছে আমিরর চোখে মুখে। 

88

যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos