দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য, গোয়ায় ঘুরতে গিয়ে প্রকাশ্যে এল তাঁর বেবি বাম্প

Published : Mar 14, 2020, 02:22 PM IST

দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। গত বছর মার্চ মাস নাগাদ এমনই খবরে ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী গোয়ায় অভিষেক বচ্চন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গিয়েছিলেন ঘুরতে। সেখানেই অভিষেক এবং ঐশ্বর্য একান্তে সময় কাটাতে গিয়ে পাপারাৎজীর ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। 

PREV
110
দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য, গোয়ায় ঘুরতে গিয়ে প্রকাশ্যে এল তাঁর বেবি বাম্প
সেখানেই সমুদ্রসৈকতে অভিষেকের সঙ্গে হেঁটে বেড়াচ্ছিলেন নায়িকা। সাধারণ টি-শার্ট এবং হট প্যান্টে দেখা গিয়েছিল তাঁকে।
210
সেই পোশাকে ঐশ্বর্যের পেটের দিকটা খানিক মোটা লাগছিল। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই প্রত্যেক নেটিজেনের মুখে একই কথা, মা হতে চলেছেন বচ্চনবউমা।
310
ঐশ্বর্যের ছবিটি এমনই অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল যেখানে অভিনেত্রীকে দেখে অন্তঃসত্ত্বা মনে হয়।
410
সেই ছবি ভাইরাল হয়েছিল নিমেষে। যা দেখে নেটিজেনের মন্তব্যে ভরছিল কমেন্ট সেকশন। তাদের কথায়, ফের মা হতে চলেছেন তিনি।
510
যদিও খুব কম সংখ্যক ঐশ্বর্য-ভক্তদের দাবি ছিল, পোশাকের জন্য ঐশ্বর্যকে প্রেগনেন্ট মনে হচ্ছে কিন্তু তিনি আদৌ মা হচ্ছেন না।
610
এই গুজব স্বাভাবিকভাবেই বেশিদিন ধোপে টেকেনি। কয়েক মাস পরই এই খবর চাপা পড়ে যায়।
710
যদিও ভুয়ো খবরটির ছড়িয়ে যাওয়ার পরই ঐশ্বর্যের মুখপাত্র জানান, ছবিটি খারাপ অ্যাঙ্গেল থেকে তোলা, এর বেশি আর কিছুই নয়।
810
২০১১ সালে আরাধ্যার জন্ম হয়। আর পাঁচজন নায়িকাদের মত আয়া রেখে মেয়েকে মানুষ করেননি ঐশ্বর্য। আজও যখন আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য কোথাও যান, সেখানেও মেয়েকে হাতছাড়া করেন না তিনি।
910
এই বিষয়টি নিয়েও যথেষ্ট ট্রোলের স্বীকার হতে হয়েছে ঐশ্বর্যকে। নিন্দুকদের কথায়, মেয়েকে নাকি সাবলম্বী হতে দিচ্ছেন না অভিনেত্রী।
1010
সারাক্ষণ হাত ধরে ঘুরলে আরাধ্যা নিজে পায়ে হাঁটতে ভুলে যাবে। যদিও এসব ট্রোলের কোনও জবাব না দেওয়াই শ্রেয় মনে করেন ঐশ্বর্য।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories