"উনিশ বছর আগে 'সংস্কারি' অলোকনাথ আমায় ধর্ষণ করে", মিটু আন্দোলন যখন ঝড় তুলেছিল বলিউডে

তনুশ্রী দত্তের হাত ধরে বলিউডে এসেছিল মিটু মুভমেন্ট। মিটুর ঝড়ে নাম উঠে এসেছিল অসংখ্য বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজকের। তনুশ্রী দত্ত নাম তুলেছিলেন নানা পাটেকারের। বছর দুয়েক  আগে হর্ন ওকে প্লিজ ছবির আইটেম গানের শ্যুট করতে গিয়ে তনুশ্রীর সঙ্গে আশালীন আচরণ করেছিলেন নানা। এমনই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তারপরই ধীরে ধীরে এগিয়ে এসেছিল একাধিক মহিলারা। বলিউডের তাবড় তাবড় অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠে আসে। সেখানে সংস্কারি বাবা আলোকনাথের নাম উঠে আসতে কপালে হাত পড়েছিল সকলের।

Adrika Das | Published : May 19, 2020 5:14 PM IST / Updated: May 19 2020, 10:46 PM IST

110
"উনিশ বছর আগে 'সংস্কারি' অলোকনাথ আমায় ধর্ষণ করে", মিটু আন্দোলন যখন ঝড় তুলেছিল বলিউডে

টেলিভিশন প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক বিনাত নন্দা, অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

210

বছর দুয়েক আগে নিজের ফেসবুক প্রোফাইলের মারফত একটি বড়ো লেখা পোস্ট করেন বিনতা।

310

কুড়ি বছর আগে ঘটনাকে টেনে অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বিনতা।

410

বিনতা নিজের ফেসবুক পোস্টে সমস্ত ঘটনা খুলে বলার চেষ্টা করেছিলেন। 

510

তিনি লিখেছিলেন, "উনিশ বছর পর মুখ খোলার কারণ একটাই। আমি বহু বছর ধরে ভয় ভয় কাটিয়েছিলাম।"

610

তিনি জানান, অলোকনাথ তাঁকে কেবল ধর্ষণ করেছেন তাই নয়, তাঁর পেশাগত জীবনও একেবারে ছাড়খাড় করে ফেলেছেন।
 

710

বিনতার প্রযোজনা সংস্থা বন্ধ হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে কোনও ভাবে কাজ করে গিয়েছিলেন টাকার জন্য। 

810

তখনও একবারের জন্যও মুখ খোলেননি তিনি। কারণ সেই সময় তিনি অর্থকষ্টে ছিলেন। টাকা উপার্জন করতেই হত তাঁকে।

910

অলোকনাথের বিরুদ্ধে কেবল বিনতাই নয়। বিনতার ফেসবুক পোস্টের পর মুখল খোলেন বহু অভিনেত্রীরা।

1010

তাঁদের মধ্যে ছিলেন নবনীত নিশান এবং সন্ধ্যা মৃদুল। নবনীতকে তারা নামক ধারাবাহিক থেকে সরিয়ে দিয়েছিলেন অলোকনাথ, কারণ তিনি অলোকনাথেক কুপ্রস্তাবে রাজি হননি।   

Share this Photo Gallery
click me!
Recommended Photos