'আমায় যেন কেউ ধর্ষণ করেছে বলে মনে হচ্ছে', ঠাট্টার ছলে স্পর্ষকাতর মন্তব্য, সলমনের ধীক্কারে গোটা বলিউড

সলমন খান। বলিউডের অন্যতম সুপারস্টার হয়েও তাঁর কথাবার্তার মধ্যে ফিল্টার না থাকায় বার বার বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেফাঁস মন্তব্য, কোনও অভিনেতার কেরিয়ারে বাধা সৃষ্টি করা, অপরাধ করেও সেটাকে 'ভাইগিরি'র মত ধামাচাপা দেওয়া। এ ধরণের নানা কান্ড কারখানার কারণেই প্রায়সই বিতর্কে উঠে আসে সলমনের নাম। ঐশ্বর্যের গায়ে সেটের সকলের সামনে হাত তোলা, ঐশ্বর্যের এক সময়ের প্রেমিক বিবেক ওবেরয়কে দিনের পর দিন প্রাণের হুমকি দেও, কী না কী করেছেন সলমন। বিতর্কের তালিকায় তাঁর নাম যে শুরুর দিকেই তাতে কোনও সন্দেহ নেই। বছর কয়েক আগে সুলতান ছবির শ্যুটিংয়ের সময় এমন এক মন্তব্য করে বসেন সলমন যা শুনে চোখ কপালে উঠেছিল সকলের। 

Adrika Das | Published : May 9, 2020 7:59 AM IST
112
'আমায় যেন কেউ ধর্ষণ করেছে বলে মনে হচ্ছে', ঠাট্টার ছলে স্পর্ষকাতর মন্তব্য, সলমনের ধীক্কারে গোটা বলিউড

সুলতানে কুস্তির বহু সিক্যুয়েন্সে অভিনয় করতে হয়েছিল সলমন খান এবং অনুষ্কা শর্মাকে। 

212

যার জন্য লাগে বিশেষ ট্রেনিং। দিনের পর দিন কুস্তির ট্রেনিং নেওয়া চারটি খানি কথা নয়।

312

সেই ট্রেনিং নিতে গিয়ে যতটা কশরকত অনুষ্কাকে করতে হয় ততটাই সলমনকেও করতে হয়। 

412

নিত্যদিনের জীবনে ওয়ার্ক আউট করা হলেও কুস্তি শিখতে শরীরকে আরও কঠিন কশরতের দিকে ঠেলে দিতে হয়।

512

এই করতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেলেন সলমন। কুস্তির ট্রেনিংয়ের বিষয় তাঁকে প্রশ্ন করা সংবাদমাধ্যম।

612

তিনি প্রথম বলেন এমন কুস্তির ট্রেনিং তিনি আগে নেননি তাই বেশ অসুবিধেই হচ্ছে। সারা শরীরে ব্যাথা।

712

তিনি বলেন, "আমি ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছি না। পায়ে সবচেয়ে বেশি ব্যাথা। এত ব্যাথা যে মনে হচ্ছে কেউ আমায় ধর্ষণ করেছে।"

812

ব্যস। কথা রাখাও যা বিতর্ক তৈরি হওয়াও তাই। এত বড় সুপারস্টার হলে সামান্য কিছু দায়বদ্ধতাতে তাঁদের সঙ্গে জড়িয়ে যায়।

912

খেয়াল রাখতে হয় কী বলতে হবে আর কী নয়। সেখানে সলমন ধর্ষিতাদের নিয়ে এমন মন্তব্য করলেন কীভাবে।

1012

এ কথাই ভেবে পাচ্ছিল না গোটা বলিউড। এদিকে তাঁর ধীক্কারে সরব হয়েছিলেন গোটা নেটদুনিয়া।

1112

ধর্ষণ বিষয়টি অত্যন্ত স্পর্ষকাতর। ধর্ষিতাদের ন্যয়বিচারের জন্য দেশের অসংখ্য মানুষ লড়ে চলেছে।

1212

সেখানে তাদের নিয়ে এমন মন্তব্য করলেন কীকরে সলমন। তিনি যদিও পরে এই মন্তব্যের জন্য নিজের দোষখণ্ডন করার চেষ্টা করেন। তবে তাঁর বিরুদ্ধে ততক্ষণে আওয়াজ তুলেছিল অসংখ্য মানুষ।

Share this Photo Gallery
click me!

Latest Videos