কঙ্গনা রানওয়াতের দিদি রঙ্গোলির সঙ্গে সকলের সম্পর্ক প্রায় আদায় কাঁচ কলায়। কোনও তারকাকেই কটাক্ষ করতে তিনি পিছু পা হন না। কখনও কঙ্গনা রানওয়াতের পক্ষে সরব হন, কখনও আবার অতীত টেনে এনে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেন। এবার তাঁর নিশানাতে পরিচালক অনুরাগ কাশ্যপ ও মহেশ ভাট।
ঘটনার সূত্রপাত ঘটে আলিয়া ভাটকে ঘিরে। মহেশ কন্যাকে সাফ জানিয়েছিলেন কঙ্গনা, সুপারস্টার হতে গেলে পরিশ্রম করতে হয়।
28
করণ জোহারের পোষ্য বলেও তোপ হেনেছিলেন বলিউড কুইন। তাঁর কথায় আলিয়া ভাট অভিনয়ের জন্য কোনও রকমের পরিশ্রমই করেন না।
38
করণ জোহারের সঙ্গে সবসময় পড়ে থাকে আলিয়া। এভাবে কোনও দিন বড় হতে পারবেন না আলিয়া, সেটাও জানান কঙ্গনা।
48
এরপর থেকেই মহেশ ভাটের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। মহেশের সঙ্গে রঙ্গোলিরও প্রকাশ্যে কথা কাটাকাটি লেগেই থাকে।
58
এমনই সময় রঙ্গোলি সামনে আনেন আরও এক ঘটনা। যা মুহূর্তে আলোড়ন সৃষ্টি করেছিল নেট দুনিয়য়। তবে তা মহেশ ভাটের বিরুদ্ধে নয়।
68
পরিচালক অনুরাগ কাশ্যপ, যিনি প্রথম কঙ্গনাকে বলিউডে নিয়ে এসেছিলেন, তাঁকেও ছাড়েননি রঙ্গোলি। জানেন, অনুরাগ একবার প্রকাশ্যে কঙ্গনাকে জুতো ছুঁড়ে মেরেছিলেন।
78
কারণ হিসেবে জানান, অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতে কঙ্গনা কাজ করতে রাজি ছিলেন না। সেই প্রস্তাবে না বলার পরই কঙ্গনাকে জুতো ছুঁড়ে মেরেছিলেন পরিচালক।
88
তখন কঙ্গনার বয়স ছিল মাত্র ১৯ বছর। ও লমহে ছবির স্ক্রিনিং-এ গিয়েছিলেন কঙ্গনা রানওয়াত। সেখানেই নাকি এমন কাণ্ড ঘটিয়ে বসেন পরিচালক অনুরাগ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।