সত্যিই কি একই বাড়িতেই রয়েছেন টাইগার -দিশা, মুখ খুললেন কৃষ্ণা

লকডাউনে অনেক সম্পর্কের পরিণতি পাচ্ছে। এই লকডাউনে পুরোনো সম্পর্কগুলি যেন আরও কাছাকাছি চলে এসেছে। কিছুদিন আগেই বলিউডের প্রথম সারির লাভ বার্ডস রণবীর আলিয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি  প্রকাশ্যে এসেছে টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি। লকডাউনের মধ্যে তাদের নিয়ে উত্তাল হয়েছে বি-টাউন। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে থাকার গুজবও শোনা যাচ্ছে। করোনাই দুজনের মধ্যেকার সম্পর্ককে আবারও কাছাকাছি নিয়ে এসেছে বলেই অনেকে মনে করছেন। সত্যিই কি তাই। তাদের একসঙ্গে থাকা নিয়ে মুখ খুললেন টাইগারের বোন কৃষ্ণা।

Riya Das | Published : Apr 22, 2020 1:08 PM / Updated: Apr 22 2020, 03:33 PM IST
111
সত্যিই কি একই বাড়িতেই রয়েছেন টাইগার -দিশা, মুখ খুললেন কৃষ্ণা

টাইগার শ্রফ ও দিশা পাটানিকে নিয়ে রীতিমতো চর্চিত বি-টাউন।

211

লকডাউনের মধ্যেও তারা একসঙ্গে থাকছেন এই খবরে উত্তাল হয়েছে টিনসেল টাউন। 

311

টাইগারের বোনের সঙ্গে সাজগোজ, বাজার যাওয়া সবেতেই দেখা যাচ্ছে দিশাকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে।

411

সম্প্রতি  সমস্ত জল্পনায় জল ঢেলে মুখ খুললেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা।

511


কৃষ্ণা জানিয়েছেন তাদের পরিবারের সঙ্গে বরাবরই ভীষণ ভাল সম্পর্ক দিশার। বিশেষ করে দিশা তার বন্ধুর মতোন।

611

টাইগারের পরিবারের একেবারে কাছেই নিজের বাড়িতেই রয়েছেন দিশা। আর সেই কারণেই দিশার সঙ্গে কৃষ্ণার দেখা হচ্ছে।  

711


কৃষ্ণার সাজগোজ থেকে টাইমপাস, মনের কথা শেয়ার করার প্রকৃত বন্ধুই দিশা। এমনকী টাইগারের মায়ের সঙ্গেও দিশার সম্পর্কও খুব ভাল।

811

কৃষ্ণা আরও জানান, লকডাউনে তারা বাজার করা থেকে টাইমপাস সবটাই একসঙ্গে করছেন। 

911

শরীরচর্চাতেও  যথেষ্ঠ ফ্রিক দিশা আর কৃষ্ণা। তাই এই লকডাউনে একসঙ্গে শরীরচর্চাও করছেন দুজনে। রাতের ডিনারও একসঙ্গে করছেন বলিউডের এই চর্চিত কাপল।

1011

যদিও বলিউডে কান পাতলেই  তাদের সম্পর্ক নিয়ে এখনও চর্চা শোনা যায়। 

1111

সম্প্রতি  'বাগি ৩' ছবিতে দেখা গেছে বলিউডের এই জুটিকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos