Published : May 18, 2020, 08:57 PM ISTUpdated : May 18, 2020, 08:58 PM IST
অজয় নাগর ভার্সেস আমির সিদ্দিকি। টিকটক ভার্সেস ইউটিভব। সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই একই প্রসঙ্গ উঠে আসছে বার বার। ক্যারিমিনাতির অজয় নাগের এবং টিকটকার আমির সিদ্দিকির একে অপরকে রোস্ট করা নিয়ে নেটদুনিয়া এখন সরগরম। অজয়ের ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাওয়ার পর টিকটক হেটারসরা আরও খেপে উঠেছে। টিকটকের বিরুদ্ধে পিটিশনও সই করানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্লেস্টোরে গিয়ে কীভাবে টিকটককে রিপোর্ট করা যায় সেই পোস্টও ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।
তবে এই টিকটক ভার্সেস ইউটিউবের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ নেটিজেনরা।
210
তাদের প্রশ্ন আদৌ কি ইউটিউবার এবং টিকটকের মধ্যে কোনও ঝামেলার সৃষ্টি হয়েছে নাকি সবটাই বানানো।
310
চলতি ট্রেন্ডে যাকে বলে পাব্লিসিটি স্টান্ট। আর এই সমস্যা লকডাউনের মাঝেই কেন সৃষ্টি হল।
410
টিকটক নিয়ে আগেও নান মিম এবং মজার ভিডিও তৈরি হয়েছে। টিকটকার নিয়ে ঠাট্টা করা হয়েছে।
510
তবে কোনও ঝগড়া কখনও এত নজর কাড়েনি সাধারণ মানুষের। এবারে তো নেটদুনিয়া দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে।
610
টিকটককে প্লেস্টোর থেকে ব্যান করে দেওয়ার জন্য পিটিশন সাইন করানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
710
এই সমস্যা এতটাই গুরুতর যে তরুণ প্রজন্ম সবরকম প্রসঙ্গ ছেড়ে টিকটক ভার্সেস ইউটিউবে নিয়ে মাতামাতি করছে।
810
যারা নিউট্রাল দল, অর্থাৎ যারা এই বিষয়টিকে পাব্লিসিটি স্টান্ট বলে দাবি করছে তারা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে।
910
তাদের মতে, লকডাউনে ইউটিউবার এবং টিকটকার সকলের কাছে কনটেন্টের অভাব হয়ে পড়েছে।
1010
তাই এমন একটি ঝগড়া সৃষ্টি করলে তরুণ প্রজন্ম তা তাড়িয়ে তাড়িয়ে খাবে এবং বিষয়টি নিয়েই লকডাউনে পড়ে থাকবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।