কেরিয়ার তৈরি থেকে বন্ধুপ্রীতি, শাহরুখ থেকে অমিতাভ ফ্রিতেই করেছিলেন এই ছবিগুলি

Published : Apr 27, 2020, 01:01 PM IST

বলিউড স্টার মানেই কোটি কোটি টাকার বিষয়। তাই তাঁদের ছবিতে নেওয়ার আগেই দশ বার বৈঠকগ করে সিদ্ধান্ত নিতে হয় পরিচালক থেকে প্রযোজক সংস্থার। স্টারেদের টাকা ব্কস অফিসে উঠে আসবে তো! প্রশ্ন থেকেই যায়। কিন্তু এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা বড় বড় ছবি করেছেন ফ্রি-তেই। 

PREV
110
কেরিয়ার তৈরি থেকে বন্ধুপ্রীতি, শাহরুখ থেকে অমিতাভ ফ্রিতেই করেছিলেন এই ছবিগুলি

অমিতাভ বচ্চনঃ ব্লাক ছবির জন্য কোনও টাকাই নেননি অমিতাভ। তিনি বলেছিলেন এমন একটা ছবিতে অভিনয় করতে পাড়াটাই অনেক।

210

শাহরুখ খানঃ ভুতনাথ রিটার্নস-এর জন্য টাকা নেননি তিনি। ছবিতে খুব কম অংশ ছিল তাঁর। তাই টাকা নেননি তিনি। 

310

দীপিকা পাড়ুকোনঃ ওম শান্তি ওম-এর জন্য কোনও টাকা নেননি দীপিকা। এটা তাঁর প্রথম ছবি। শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগটাই ছিল তাঁর কাছে বড়। 

410

ক্যাটরিনা কাইফ- ক্যাটরিনা কইফ করণ জোহারের খুব ভালো বন্ধু। আর সেই জন্যই চিকনি চামেলি গানে নাচের জন্য কোনও টাকাই তিনি নেননি। 

510

শাহিদ কাপুরঃ হায়দারের জন্য কোনও টাকা নেনি তিনি। কারণ তখন শাহিদ অপেক্ষায় ছিলেন কেবল একটা ভালো ছবির। 

610

করিনা কাপুরঃ সলমন খানের ভালো বন্ধু হওয়ায় ফেভিকল আইটেম নাচের জন্য তিনি কোনও টাকা নেননি।

710

রানি মুখোপাধ্যায়ঃ কাভি খুশি কাভি গাম-এর জন্য কোনও টাকাই তাঁরা নেননি, করণের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতেই এমনটা করেছিলেন তিনি। তারপর আসে কাভি আলভিদা না কাহে না-র প্রস্তাব। 

810

প্রিয়ঙ্কা চোপড়াঃ বিল্লুতে ফ্রিতে নাচ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে। আর সেখান থেকেই সেখানেই শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রিয়ঙ্কার।

910

সোনাক্ষী সিনহাঃ বস ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে একটা গানে ছিলেন সোনাক্ষী। কিন্তু অক্ষয় তাঁর খুব ভালো বন্ধু হওয়ায় কোনও টাকা নেননি সোনাক্ষী।

1010

ফারহান আখতারঃ ১৫ কোটি টাকা নিয়ে থাকেন একটা ছবির জন্য। কিন্তু ভাগ বৃমিলকা ভাগ-এর জন্য টাকা নেননি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories