রোজা থেকে সাজন, এসপি বালাসুভ্রামণিয়মের কালজয়ী গান, যা ছবির পরিচিতি হয়ে ওঠে

Published : Sep 25, 2020, 03:02 PM IST

সুমিষ্ট কণ্ঠে সুরের বন্যা নয়, গলার এক ভিন্ন মুন্সিয়ানাতেই নিজের জায়গা পাকা করেছিলেন বালাসুভ্রামণিয়ম। যেখানে তাঁর কণ্ঠই হয়ে উঠেছিল বসিউডের একটা ুদের পরিচিতি। সলমন খানের পরিচয় সেই এসপি বালাসুভ্রমণিয়মের কণ্ঠের জোড়েই। জনপ্রিয় হয়ে উঠেছিল তাঁর প্রেম চরিত্র। অভিনেতা প্রয়াণের আগে সেই উল্লেখ করেই দ্রুত আরোগ্য কামনা করেছিলেন সলমন।    Bala Subramaniam sir . All the strength hope wishes from the bottom of my heart to a speedy recovery n thank u for every song u sang fr me n made special your dil dewana hero prem, Love u sir. — Salman Khan (@BeingSalmanKhan) September 24, 2020  

PREV
18
রোজা থেকে সাজন, এসপি বালাসুভ্রামণিয়মের কালজয়ী গান, যা ছবির পরিচিতি হয়ে ওঠে

ইয়ে হাসি বাদিয়াঃ গানের জগতে এক ভিন্ন প্রভাব ফেলেছিল ছবি রোজা। সেই ছবিরই অনবদ্য গান ইয়ে হাসিবাদিয়া গায়ক এসপি বালাসুভ্রামণিয়মের গাওয়া। 

28

পেহলা পেহলা পেয়ারঃ হাম আপকে হ্যায় কউন ছবির সেরার সেরা গান পেহলা পেহলা পেয়ার হ্যায়, যা গেলেছেন এসপি বালাসুভ্রামণিয়ম। 

38

মেরে রঙ্গ মেঃ সলমন খানের সঙ্গে তাঁর যেন ছিল এক ভিন্ন সম্পর্ক, ম্যানে পেয়ার কিয়া ছবির এই গানেই প্রথম পরিচয় সলমনের। 

48

তুমসে মিলনে কি তামান্নাঃ সাজন ছবির গান, ছবি মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে। এই গানও গেয়েছিলেন কিংবদন্তী গায়ক এসপি বালাসুভ্রামণিয়ম। 

58

বহত পেয়ার করতে হ্যায়ঃ সাজন ছবির এই সুপার হিট গান গেয়েছিলেন এসপি বালাসুভ্রামণিয়ম। যা আজও হিটলিস্টের টপে। 

68

রূপ সুহানা লাগতা হ্যায়ঃ দ্য জেন্টলম্যান ছবির গান রূপ সুহানা লাগতা হ্যায় গেয়ে নিজের গলার এক ভিন্ন দিক তুলে ধরেছিলেন তিনি। 

78

ধিকতানা ধিকতানাঃ হাম আপকে হ্যায় কউন ছবির এই গান ধিকতানা ধিকতানা এক কথায় বলতে গেলে ঝড় তুলেধিল ভক্তমহলে। 

88

চল্লিশ হাজার গান উপহার দিয়েছেন সিনেদুনিয়াকে। সেই অভিনেতার প্রয়াণের ভেঙে পড়ল বলিউড। শোকের ছায়া ভক্তমহলে। 

click me!

Recommended Stories