মালাইকা আরোরা- অর্জুন কাপুর (Malaika Arora Arjun Kapoor) - মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে আলাদা করে ভক্তদের বোঝানোর কিছুই নেই, কারণ তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ ভোকাল, প্রকাশ্যেই প্রেম নিবেদণ করে থাকেন এই দুই জুটি, লিভইনে রয়েছেন, চর্চায় সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, বয়স, কিন্তু এসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত এই জুটি।