প্রিয়ঙ্কার (Priyanka Chopra) কথা জানতে পারার পরই টুইঙ্কেলের (Twinkle Khanna) সঙ্গে ঝামেলা শুরু হয় অক্ষয়ের। (Akshay Kumar) তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সবসময়েই লাইমলাইটের হট টপিক ছিল। তাদের অন স্ক্রিন রসায়ন এতটাই রোমাঞ্চকর ছিল, যে খুব তাড়াতাড়ি ,সকলের নজরে পড়েছিল। তারপর থেকেই তা স্ত্রী টুইঙ্কেলেরও নজরে পড়েছিল।