রহস্যে মোড়া মৃত্যুকে ঘিরে আজও ধোঁয়াশা, ফিরে দেখা 'দিব্যা'-কে

Published : Apr 06, 2020, 12:58 PM ISTUpdated : Apr 07, 2020, 12:02 PM IST

দিব্যা ভারতী।  নামটা শুনলেই চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে সেই মিষ্টি হাসিটা। তিনি আর নেই। কিন্তু তার এই  মিষ্টি হাসিটা সকলের হৃদয়ে অমলিন হয়ে রয়ে গেছে আজও। আজও উজ্জ্বল তার উপস্থিতি। কেটে গিয়েছে দীর্ঘ ২৭ বছর। তার মৃত্যুর কারণ নিয়ে হাজারো প্রশ্ন উঠে আসলেও এখনও তা রহস্য। আর রহস্যে মোড়া এই মৃত্যু মানতে আজও নারাজ তার অসংখ্য ভক্তরা। গত ৫ এপ্রিল ছিল বলিউডের সেই অন্ধকার দিন। খুন নাকি আত্মহত্যা এই বিতর্ক এখনও চলছে এবং আজীবন হয়তো চলবে। আরও একবার ফিরে দেখা বলি অভিনেত্রী দিব্যা ভারতীকে।

PREV
112
রহস্যে মোড়া মৃত্যুকে ঘিরে আজও ধোঁয়াশা,  ফিরে দেখা 'দিব্যা'-কে
বলিউডের প্রথম সারিতেই সবার প্রথমেই উঠে আসে দিব্যা ভারতীর নাম।
212
কেরিয়ার যখন উর্ধ্বগগনে তখনই মৃত্যু কেড়ে নিল অভিনেত্রীকে।
312
মাত্র ১৯ বছর। ১৯৯৩ সালের ৫ এপ্রিল গোটা দেশবাসী চমকে গিয়েছিল তার মৃত্যুতে।
412
মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ২৭ বছর। এখনও তার মৃত্যু নিয়ে রহস্যের জট কাটেনি।
512
কেউ বলেন তাকে খুন করা হয়েছে, আবার কেউ বলে তিনি নাকি আত্মহত্যা করেছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা।
612
নব্বইয়ের দশকে অভিনয়ের জগতে একটাই নাম ছিল দিব্যা ভারতী।
712
তার যৌন আবেদনে কাত হয়েছিল হাজার হাজার পুরুষ।
812
সালটা ১৯৯১। বলিউডে অভিনয় শুরু দিব্যার। এর আগে তেলেগু ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। ১৯৯২ সালে একসঙ্গে ১২ টি ছবিতে অভিনয় করেছিলেন দিব্যা।
912
শাহরুখের বিপরীতে 'দিওয়ানা' ছবিতে সকলের নজর কাড়েন অভিনেত্রী। যেমন দেখতে সুন্দর, তেমনি অভিনয় দক্ষতা। পরিচালক-প্রযোজকরাও কাজ দেওয়ার জন্য তাকে মুখিয়ে থাকতেন।
1012
শাহরুখ থেকে ঋষি কাপুর, সলমন খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ সহ আরও অনেক অভিনেতাদের সঙ্গেই কাজ করেছেন দিব্যা।
1112
১৯৯২ সালেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গেই গোপনে বিয়ে সারেন দিব্যা ভারতী।
1212
যদিও বিয়ের খবরটি চাপাই রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। এমনকী প্রথম বিবাহবার্ষিকীও একসঙ্গে কাটাতে পারেননি তারা। তার আগেই জীবনে এসেছে কালো দিন ৫ এপ্রিল।
click me!

Recommended Stories