উরফির (Urfi Javed) এই উদ্ভট সাজগোজ দেখে হতবাক হয়েছে নেটিজেনরা। একের পর একে নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একজন নেটিজেন লিখেছেন, 'ওর জামা কি ইদুঁরে খেয়ে নিয়েছে'। কেউ আবার লিখেছে, 'ওর উপর কেউ বোম মেরেছে নাকি'। আবার কেউ চরম ট্রোলড করে লিখেছেন, 'ওর পিছনে বোধহয় কুকুর দৌঁড়েছিল'।