আর সেই লাউড স্টাইলই এবার সকলের চোখে ধরা দিল বিতর্কিত হিসেবেই। পরনে ব্রা কাট টপ, ও ব়্যাপার স্টাইলের স্কার্ট। বক্ষ বিভাজিকা থেকে শুরু করে শরীরী গঠন, লাস্যময়ী লুকে এবার সকলের নজর কাড়লেন উরফি (Urfi Javed)। তবে বিতর্কের কেন্দ্রে রয়ে গেল তাঁর পোশাক নির্বাচন। খোলামেলা পোশাকে এবার অস্বস্তিতে উরফি (Urfi Javed)।