প্রেমিক সুরাজ নম্বিয়ারের (Suraj Nambiar) গলায় মালা দেন মৌনি ২৭ জনুয়ারি, ২০২১-এর শেষ থেকেই একের পর এক তথ্য বিয়েকে কেন্দ্র করে আসছে সামনে। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি মৌনি বা প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি এর আগে। তবে মৌনির ফোটোগ্রাফার, গোয়াতে গালা পার্টিতে সামিল ছিলেন বছরের শেষে, মৌনির ব্যাচেলার পার্টি বলেই বিটাউনের গুজব। তখন থেকেই লক্ষ্যে ছিল মৌনির বিয়ে পর্ব।