নেটিজেনদের একজন বলেছেন, 'দিদি অন্তর্বাস পরেছো', অন্য একজন নেটিজেন বলেছেন, 'নিলর্জ্জ বেহায়া মেয়াটা সব সীমা পার করেছে'। কেউ আবার কমেন্টে লিখেছেন, 'দড়িটা একটু খুলে গেলে তো সব শেষ'। তবে কেউ আবার বলেছেন, 'উরফি বড্ড গরীব, জামা কেনারও টাকা নেই, কেউ ওকে পোশাক কিনে দাও' (Urfi Javed)।