দড়ি খুললেই বেরিয়ে যেত 'স্তনযুগল', 'কাঁচাবাদাম' গানে নিলর্জ্জতার চূড়ান্ত সীমা পার করল উরফি

পোশাক বিতর্ক আর উরফি জাভেদের নাম থাকবে না এটা কোনওদিন হতে পারে না। অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ।  যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ। সমালোচনা না করার কোনও সুযোগই দিতে চান না উরফি জাভেদ (Urfi Javed)। একের পর এক কর্মকান্ডে অনুরাগীদের অবাক করে দিচ্ছেন উরফি জাভেদ। ট্রোলাররাও তার পিছু ছাড়তে নারাজ।  এবার ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নেচে ধুকপুকানি বাড়িয়ে দিলেন উরফি জাভেদ। কাঁচা বাদাম গানের তালে নেচে যতটা না ভাইরাল হয়েছেন তার চেয়ে বেশি পোশাকের কারণে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ, কিন্তু শরীর দেখাতে গিয়েই  নির্লজ্জ তকমা জুটল  বলি সেনসেশনের। 

Riya Das | Published : Feb 8, 2022 4:12 AM IST
19
দড়ি খুললেই বেরিয়ে যেত 'স্তনযুগল', 'কাঁচাবাদাম' গানে নিলর্জ্জতার চূড়ান্ত সীমা পার করল উরফি

শরীরে রয়েছে নামমাত্র পোশাক। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে  দিনকয়েক আগেই নেচে ভাইরাল হয়েছেন উরফি জাভেদ। পোশাক বিতর্ক আর উরফি জাভেদের নাম থাকবে না এটা কোনওদিন হতে পারে না। একের পর এক কর্মকান্ডে অনুরাগীদের অবাক করে দিচ্ছেন উরফি জাভেদ। অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টে শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ  (Urfi Javed) ।

29


শরীরে রয়েছে নামমাত্র পোশাক। ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানে  দিনকয়েক আগেই নেচে ভাইরাল হয়েছেন উরফি জাভেদ। পোশাক বিতর্ক আর উরফি জাভেদের নাম থাকবে না এটা কোনওদিন হতে পারে না। ট্রোলাররাও তার পিছু ছাড়তে নারাজ।  অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টে শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ  (Urfi Javed) ।

39

ট্রোলারদের কোনওদিনই পাত্তা দিতে নারাজ উরফি জাভেদ  (Urfi Javed) । একের পর এক কর্মকান্ডে দিশেহারা নেটিজেনরা। তিনিও নিরাশ করেন না। নিজের পোশাক নিজেই ডিজাইন করে ভক্তদের বারেবারে চমকে দেন উরফি জাভেদ।

49


ফের সপ্তাহের শুরুতেই বোমা ফাটালেন উরফি জাভেদ  (Urfi Javed) । খোলা পিঠ, নিতম্বের একটা দিকে দড়ি দিয়ে বাঁধা। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতেই গিয়েই ভক্তদের রাতের ঘুম কেড়ে নিলেন  উরফি জাভেদ। এই পোশাকে উরফিকে দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

59

কাঁচা বাদাম গানের তালে নেচে যতটা না ভাইরাল হয়েছেন তার চেয়ে বেশি পোশাকের কারণে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ  (Urfi Javed) । উরফির এই কাটা ড্রেসে নেটিজেনরা অশ্লীল মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কমেন্টে ভরে গিয়েছে উরফি জাভেদের সোশ্যাল মিডিয়ার পাতা।

69


নেটিজেনদের একজন বলেছেন, 'দিদি অন্তর্বাস পরেছো', অন্য একজন নেটিজেন বলেছেন, 'নিলর্জ্জ বেহায়া মেয়াটা সব সীমা পার করেছে'। কেউ আবার কমেন্টে লিখেছেন, 'দড়িটা একটু খুলে গেলে তো সব শেষ'। তবে কেউ আবার বলেছেন, 'উরফি বড্ড গরীব, জামা কেনারও টাকা নেই, কেউ ওকে পোশাক কিনে দাও'  (Urfi Javed)।
 

79

উরফি জাভেদের সাহসী ডান্স মুভস দেখা মাত্রই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু তারপরেও থেমে না গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন উরফি জাভেদ (Urfi Javed)। হু হু করে ভাইরাল হয়েছে উরফির এই ভিডিও।

89

অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে এবার অন্যান্যবারের তুলনায় একটু হটকে লুকে ফিল্ম কায়দায় নজর কাড়লেন উরফি জাভেদ । 

99

পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির। উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos