উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের।
211
অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টের জন্য সর্বদাই শিরোনামে থাকেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন।
311
এবার যেন সবকিছুর উর্ধ্বে পৌঁছে গেলেন উরফি জাভেদ। কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই। খোলামেলা শরীরে ছবি পোস্ট করতেই চরম ট্রোলের মুখে পড়লেন উরফি জাভেদ। হু হু করে ভাইরাল হল ছবি।
411
নগ্ন শরীর, গায়ে নেই সুতোর লেশমাত্র, সারা শরীরে নিজের ছবি আটকে নেটপাড়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় নিকি মিনাজ ও জেসন ডেরুলোর গান সোল্লায় নাচের ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ।
511
উরফির এই ফ্যাশন সেন্স দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। নগ্ন শরীরে নিজের ছবি আটকে নানা রকমের অঙ্গিভঙ্গি করতে দেখেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। খোলা চুল, পায়ে হাই হিল জুতো, সারা গায়ে ছবি আটকে উদ্দাম নেচে চলেছেন উরফি জাভেদ।
611
অদ্ভুত পোশাকের ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি জানিয়েছেন, তিনি কোথা থেকে এই ধরনের পোশাকের আইডিয়া পেয়েছেন। আসবে ইন্টারনেট থেকেই এই ধরনের পোশাকের আইডিয়া পেয়েছেন বলে জানিয়েছেন নেটপাড়ার হট সেনসেশন।
711
উরফির এই পোশাক দেখেই ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একজন কমেন্টে লিখেছেন, ফটো ফ্রেম সেজে ঘুরে বেড়াচ্ছেন কেন? অন্য একজন নেটিজেন লিখেছেন, উরফির সাহস আছে। কেই আবার প্রশংসা করেছেন।
811
উরফি জাভেদের সঙ্গে কন্ট্রোভার্সি যে ওতপ্রোত ভাবে জড়িত তা প্রায় সকলেরই জানা। পাপারাৎজির চোখ সর্বদাই থাকে তার উপরে। তিনিও কাউকে নিরাশ করেন না। পাপারাৎজিদের সর্বদাই হাসিমুখে পোজ দেন নেটপাড়ার হট সেনসেশন উরফি জাভেদ।
911
অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল। কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই।
1011
এমন কোনও একটা দিন থাকে না যে উরফি ট্রোলের মুখে পড়ে না। তবে তাতে তার কিছু যায় আসে না। সবেতেই তিনি নির্বিকার। যে যাই বলুক না কেন তিনি নিজের কাজ করেই চলেছেন।কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ ।
1111
যত দিন যাচ্ছে ততই যেন সাহসীকতার সমস্ত সীমা পার করে ফেলছে উরফি জাভেদ। বিনোদনের রসদ জোগাতে সিদ্ধহস্ত হলেও উরফির পোশাক বিতর্ক যেন তুঙ্গে। কোনওভাবেই যে তাকে থামানো যাবে না তা এতদিনে বুঝে গেছেন ভক্তরা। ফের শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। প্রতিদিনই নিজের নতুন লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন তিনি। শুধু তাই নয়, সিজলিং ছবি-ভিডিও শেয়ার করেও ভক্তদের চমকে দিচ্ছেন উরফি জাভেদ।