নীল রঙের কোট- প্যান্ট, ভিতরে কালো হাইনেক টি শার্ট, পায়ে স্নিকার্স আর চোখে গোল ফ্রেমের চশমা। একেবারে অন্যরকম লুকে দেখা গেল আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তি খুরানাকে। ডিজাইনার পবন শচদেবের পোশাকে ফ্যাশন মঞ্চে হাঁটলেন তিনি। এছাড়া রেইনু টন্ডনের পোশাকে হাঁটলেন উর্বশী রাউতেলা। কালো রঙের লং গাউনে দেখা গিয়েছিল তাঁকে।