Urfi Javed : 'ব্রা' না পরেই শরীর দেখাতে ব্যস্ত উরফি, উষ্ণতার পারদে কালঘাম ছুটছে নেটিজেনদের

Published : Dec 22, 2021, 01:31 PM IST

পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে অন্তর্বাস ছাড়ায় হাজির হলেন উরফি জাভেদ। কাটাছেড়া পোশাকের ফাঁকে উন্মুক্ত শরীরের হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া।

PREV
110
Urfi Javed : 'ব্রা' না পরেই শরীর দেখাতে ব্যস্ত উরফি, উষ্ণতার পারদে কালঘাম ছুটছে নেটিজেনদের


উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।

210


উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।

310

 প্রতিদিনই শিরোনামে থাকতে নতুন পোশাকে ক্যামেরায় সামনে হাজির হন উরফি জাভেদ  (Urfi Javed) । এমনকী অন্তর্বাস না পরেই পোশাক পরে রাস্তায় বেরিয়ে যান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। 

410


সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে অন্তর্বাস ছাড়ায় হাজির হলেন উরফি জাভেদ (Urfi Javed)। কাটাছেড়া পোশাকের ফাঁকে উন্মুক্ত শরীরের হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের মধ্যে  উরফির এই উদ্ভট পোশাক নিয়ে কানাঘুসো শুরু হয়েছে।

510

 

শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন উরফি। সম্প্রতি রেড কার্পেট লুকে ফের বিতর্কের ঝড় তুলেছে নেটপাড়ার। যা নিয়েই শোরগোল শুরু হয়েছে।

610


সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে বেগুনি রঙের প্যান্ট ও স্যুট পরে হাজির হয়েছিলেন নেটদুনিয়ার হট সেনসেশন (Urfi Javed)।  তবে পুরো স্যুটের উপরের অংশটাই যেন ফাটাছেড়া। এমনকী স্যুটের ভিতরে যে তিনি কিছু পরেননি তাও স্পষ্ট।

710

ভিতরে না আছে অন্তর্বাস , না আছে কোনও শার্ট বা টপ। শুধু ব্লেজার পরেই অ্যাওয়ার্ড সেরেমনিতে হাজির হয়েছিলেন উরফি। ব্লেজারের ফাঁক দিয়ে উঁকি মারছে সুডৌল বক্ষযুগল। অতিরিক্ত ছেড়াফাটা পোশাক পরেই  জনসমক্ষে হাজির হয়েছেন উরফি জাভেদ (Urfi Javed) ।

810

খালি গায়ে বুক খোলা জ্যাকেট পরেই  বক্ষ-বিভাজিকা দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভক্তদের। তবে উরফির (Urfi Javed)  এই পোশাক দেখেই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

910


নেটিজেনরা বলেছেন, 'ঠান্ডার সময়ে এমন পোশাক পরো না'।  কেউ আবার বলেছেন, 'ওর কি ঠান্ডা লাগে না'। কেউ আবার তার কনফিডেন্সকে স্যালুটও জানিয়েছেন (Urfi Javed) । 

1010

বিতর্ক যেন পিছু ছাড়ে না উরফির (Urfi Javed) । উরফি জাভেদ মানেই টানটান উত্তেজনা। তেমনই বিগ বস ওটিটি-র প্রতিযোগিকে নিয়ে চর্চার শেষ নেই। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি। প্রতিদিনই কোনও না কোন নিত্যনতুন কান্ড ঘটিয়ে ভাইরাল হন উরফি জাভেদ। এবারও তার ব্যাতিক্রম হল না।

click me!

Recommended Stories